টি–টোয়েন্টি বিশ্বকাপের ১ম পর্ব
রানে গুরবাজ, উইকেটে ফারুকি, ছক্কায় ওয়েস্ট ইন্ডিজ এবং...
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব শেষ। ২০ দলের বিশ্বকাপ গড়িয়েছে ৮ দলের সুপার এইটে। প্রথম পর্বের দলীয় ও ব্যক্তিগত পরিসংখ্যান নিয়েই এই আয়োজন—
২১৮/৫
দলীয় সর্বোচ্চ ইনিংস ওয়েস্ট ইন্ডিজের, সেন্ট লুসিয়ায় আফগানিস্তানের বিপক্ষে।
৩৯
দলীয় সর্বনিম্ন ইনিংস উগান্ডার, প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
১২
১০০ রানের নিচে অলআউট ইনিংসের সংখ্যা। সর্বোচ্চ তিনবার ১০০ রানের কমে অলআউট উগান্ডা ও পিএনজি।
৩
২০০ ছাড়ানো ইনিংস। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ করেছে তা।
সবচেয়ে বেশি রান
সবচেয়ে বেশি উইকেট
৯৮
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের, সেন্ট লুসিয়ায় আফগানিস্তানের বিপক্ষে।
৫/৯
সেরা বোলিং আফগানিস্তানের ফজলহক ফারুকির, প্রভিডেন্সে উগান্ডার বিপক্ষে।
৪–৪–০–৩
টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথম ও আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয় বোলার হিসেবে এক ম্যাচে চারটি মেডেন পেয়েছেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন, পাপুয়া নিউগিনির বিপক্ষে।
সবচেয়ে বেশি ছক্কা
• এক ইনিংসে সবচেয়ে বেশি ১০ ছক্কা যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সের, ডালাসে কানাডার বিপক্ষে।
• সবচেয়ে বড় জুটি আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের, উগান্ডার বিপক্ষে প্রথম উইকেটে ১৫৪।
• সর্বোচ্চ ৩৪টি করে ছক্কা মেরেছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। মাত্র ১টি ছক্কা মেরেছে উগান্ডা।
• প্রথম পর্বে মোট ছক্কা ৩২৮টি।
• কমপক্ষে ২৫ রানের ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের। ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বলে ৩৯ রান করেন ২৪৩.৭৫ স্ট্রাইক রেটে।
৪
তিনটি দল প্রথম পর্বে চারটি ম্যাচই জিতেছে—অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
রান তোলায় কারা এগিয়ে, কারা পিছিয়ে