ফাইনালে মুম্বাইকে ভয় পান ব্রাভো

ফাইনালে উঠতে পারবে মুম্বাই?আইপিএল

মৌসুমের প্রথম ৪ ম্যাচের দুটিতেই হেরেছিল চেন্নাই সুপার কিংস। দীর্ঘ সময় যে গুজরাট টাইটানস পয়েন্ট তালিকার শীর্ষে ছিল, তাদের আটকে দিয়ে সেই চেন্নাই চলে গেছে ফাইনালে। তারা এখন অপেক্ষায়। অন্যদিকে এলিমিনেটরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে উড়িয়ে দিয়েছে প্রথম দুটি ম্যাচ হেরে মৌসুম শুরু করা মুম্বাই ইন্ডিয়ানস। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাটের মুখোমুখি তারা। এ ম্যাচেই নির্ধারিত হবে ২৮ মে আহমেদাবাদের ফাইনালে চেন্নাইয়ের প্রতিপক্ষ।

ডোয়াইন ব্রাভো অবশ্য ফাইনালে মুম্বাইকে চান না। মুম্বাইকে নাকি রীতিমতো ভয়ই পান চেন্নাইয়ের সাবেক অলরাউন্ডার!

চেন্নাইয়ের কিংবদন্তি ব্রাভো আইপিএল থেকে অবসর নিয়েছেন। চেন্নাই ছেড়ে অবশ্য যাননি, কাজ করছেন বোলিং কোচ হিসেবে। এক সময় ব্রাভো খেলেছিলেন মুম্বাইয়ের হয়েও। প্রথম কোয়ালিফায়ারে জেতার পর ফাইনালে প্রতিপক্ষের প্রসঙ্গে স্টার স্পোর্টসকে ব্রাভো হাসতে হাসতে বলেন, ‘না, আমি মুম্বাইকে ভয় পাই। মানে সত্যি, আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে, আমি মুম্বাইকে চাই না। আমার বন্ধু (কাইরন) পোলার্ডও সেটি জানে।’

এ মৌসুমে এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে মুম্বাই ও চেন্নাই। ব্রাভোর দল বড় ব্যবধানেই জিতেছে উভয় ম্যাচে—৭ উইকেট ও ৬ উইকেটে।

মোটের ওপর ৩৬ বারের দেখায় মুম্বাইয়ের কাছে ২০ বার হেরেছে চেন্নাই। তবে ফাইনালে ব্রাভোর মুম্বাইকে ‘ভয়’ পাওয়ার সবচেয়ে বড় কারণ হওয়ার কথা দুই দলের ফাইনালের রেকর্ডটিই। আইপিএলে এখন পর্যন্ত চারবার ফাইনালে মুম্বাইয়ের মুখোমুখি হয়েছে চেন্নাই, শিরোপা জিততে ব্যর্থ হয়েছে তিনবারই।

আইপিএল থেকে অবসর নিয়ে এখন কোচিং স্টাফে ডোয়াইন ব্রাভো
ছবি: আইপিএল

২০১০ সালে প্রথমবার ফাইনালে দেখা হয়েছিল দুই দলের, সেবার অবশ্য জিতেছিল চেন্নাই। তবে এরপর ২০১৩, ২০১৫ ও সর্বশেষ ২০১৯ সালে ফাইনালে মুখোমুখি হলেও চেন্নাইয়ের জেতা হয়নি। ২০১৯ সালে তো তারা হেরেছিল মাত্র ১ রানের ব্যবধানে।

আরও পড়ুন

অবশ্য ফাইনালে কারা আসবে, সেটি তো আর ব্রাভোর হাতে নেই। এরপর তাই তিনি যোগ করেছেন, ‘বাকি তিনটি দলই বিপজ্জনক। তারা মানসম্পন্ন দল। তবে মজা যদি না করি, সব দলকেই শুভকামনা। যারাই আসুক না কেন, আমরা খেলতে মুখিয়ে আছি। আমার মনে হয় আমরা পারব।’

ব্রাভো তিনটি দলের কথা বলেছিলেন, স্বাভাবিকভাবেই লক্ষ্ণৌ সেই দৌড় থেকে বাদ পড়েছে এরপর। গুজরাট আজ লড়বে টানা দ্বিতীয় ফাইনালে যেতে। অন্যদিকে মুম্বাই জিতলে তারা খেলবে ষষ্ঠ ফাইনাল।

আইপিএলে সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ডটি চেন্নাইয়েরই, এখন পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির দল ফাইনাল খেলেছে ৯টি। শিরোপা জেতার দিক দিয়ে অবশ্য মুম্বাইয়ের (৫টি) চেয়ে পিছিয়ে তারা (৪টি)। ২৮ তারিখ চেন্নাইয়ের হাতেই শিরোপা উঠলে তাই আইপিএল জেতার দিক দিয়ে মুম্বাইকে ছুঁয়ে ফেলবে তারা।

আরও পড়ুন