ওয়ানডে অভিষেকেই ‘অনুপস্থিত’ স্বর্ণার বিরল রেকর্ড
এ বছরটা স্বর্ণা খাতুনের উত্থানের। বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়ানোর পরই দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলের হয়েও টি-টোয়েন্টিতে অভিষেক হয়ে যায় এ ব্যাটিং-অলরাউন্ডারের। ভারতের বিপক্ষে আজ মিরপুরে ওয়ানডে অভিষেক হয়েছে স্বর্ণার। কিন্তু অভিষেকেই দুর্ভাগ্য সঙ্গী হলো জামালপুরের ক্রিকেটারের! ক্যারিয়ারের প্রথম ম্যাচে যে অসুস্থতার কারণে ব্যাটিং-ই করা হয়নি তাঁর।
জানা গেছে, ব্যাটিংয়ের জন্য প্রস্তুত থাকলেও হঠাৎ করেই পেটে ব্যথার কারণে হাসপাতালে ছুটতে হয় স্বর্ণাকে। এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেননি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠেও ফেরেননি তিনি, ১৫৩ রানের লক্ষ্যে ৩২ ওভারে ১০১ রান তুলতে ৮ উইকেট হারিয়েছে ভারত। তাদের বিপক্ষে বাংলাদেশকে তাই হাতছানি দিচ্ছে প্রথম ওয়ানডে জয়।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি নেমে আসে ৪৪ ওভারে, যাতে আগে ব্যাটিং করে স্বাগতিকেরা। ৪৩তম ওভারের শেষ বলে মারুফা আক্তার রানআউট হলেই শেষ হয়ে যায় বাংলাদেশ ইনিংস, স্বর্ণা অনুপস্থিতই থাকেন।
ফলে অনাকাঙ্খিত এক রেকর্ডও সঙ্গী হলো স্বর্ণার। নারী ওয়ানডেতে অভিষেকে ‘অনুপস্থিত’ থাকা মাত্র চতুর্থ ক্রিকেটার হলেন তিনি। তবে অভিষেকে দল আগে ব্যাটিং করলেও অনুপস্থিত থাকা প্রথম ব্যাটার হলেন স্বর্ণা। এর আগের তিন জনই প্রথম ইনিংসে বোলিং করেছিলেন।
দলের ৯ উইকেট পড়ে গেছে, ওভারও আছে, কিন্তু ব্যাটিংয়ে নামতে পারেননি—ওয়ানডেতে মাত্র দ্বিতীয়বার এমন ঘটনা দেখল বাংলাদেশ দল। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে অনুপস্থিত ছিলেন লতা মণ্ডল।
রেকর্ড বলছে, মেয়েদের ওয়ানডেতে অভিষেকে ব্যাটিংয়ে প্রথম অনুপস্থিত থাকা ক্রিকেটার ইংল্যান্ডের কারেন জোবলিং। ১৯৮২ সালে আন্তর্জাতিক মহিলা একাদশ নামে একটি দল খেলেছিল, জোবলিংয়ের ওয়ানডে অভিষেক সে দলের হয়ে। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডের ওই ম্যাচে ৭ ওভার বোলিং করেছিলেন জোবলিং, তবে পরে আর ব্যাটিংয়ে নামতে পারেননি। ২৪৫ রানের লক্ষ্যে তাঁর দল থামে ৬০ রানেই।
অভিষেকে অনুপস্থিত থাকার পরের ঘটনা পাঁচ বছর পর, ১৯৮৭ সালে। বেলফাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছিল আয়ারল্যান্ড। আইরিশদের ইতিহাসেই সেটি ছিল প্রথম ওয়ানডে। আগে ফিল্ডিং করেছিল আয়ারল্যান্ড, গ্রেইন ক্ল্যান্সি করেছিলেন ৬ ওভার। মাত্র ১৩ রান দিলেও আর বোলিং করেননি, পরে ব্যাটিংয়েও নামেননি। ১১০ রানে ম্যাচটি হেরেছিল আয়ারল্যান্ড।
স্বর্ণার আগে ওয়ানডে অভিষেকে অনুপস্থিত থাকার সর্বশেষ ঘটনাটি ২০ বছর আগের। ২০০৩ সালে চেমসফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ৪ ওভার বোলিং করেছিলেন দক্ষিণ আফ্রিকার ক্লেয়ার তেরব্লঁর।। ২৭৪ রানের লক্ষ্যে ৩৪.৫ ওভারে ৯৮ রান তুলতেই ৯ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে তেরব্লঁ আর ব্যাটিংয়ের নামেননি। এ অফ স্পিন অলরাউন্ডার ক্যারিয়ারে খেলেন ২১টি ওয়ানডে।