বোর্ড কর্তাদের চুপ করার নির্দেশ দিলেন পিসিবিপ্রধান

পিসিবি প্রধান মহসিন নাকভিএক্স

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। এই টুর্নামেন্ট শুরুর আগে দুই দেশের মধ্যে মাঠের লড়াই শুরু না হলেও তাদের এখন লড়াই হচ্ছে টেবিলে। এ নিয়ে দুই দেশের বোর্ড কর্তারা নানা মন্তব্যও করছেন, বিশেষ করে পাকিস্তানের বোর্ড কর্তারা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডপ্রধান মহসিন নাকভি পিসিবির কর্তাব্যক্তিদের প্রতি একটি নির্দেশনা দিয়েছেন—ভারতের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করা বা না করা নিয়ে তাঁদের কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন।  

আরও পড়ুন

সরকারের অনুমতি না থাকার কারণে ২০০৮ সালের পর ভারতের ক্রিকেট দল পাকিস্তান সফর করেনি। গত এশিয়া কাপও হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে ভারত দল পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত টুর্নামেন্টটি হয়েছে হাইব্রিড মডেলে, যেখানে পাকিস্তান আয়োজক দেশ হলেও ফাইনালসহ ভারতের ম্যাচগুলো হয়েছে শ্রীলঙ্কায়। এবারও এমন আলোচনা চলছে।

তবে ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না গেলে পিসিবিও একটি সিদ্ধান্ত নিতে পারে—ভারতে ২০২৬ সালের এশিয়া কাপ বয়কট করতে পারে তারা। কয়েক দিন আগে এমন শঙ্কার কথা বলেছিলেন বিসিসিআই সহসভাপতি রাজিভ শুক্লা, ‘আমরা যদি পাকিস্তানে না যাই, তারা এশিয়া কাপ বয়কট করার হুমকি দিতে পারে।’
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, রাজিভ শুক্লার এমন মন্তব্যর পরই সবাইকে চুপ থাকতে বলেছেন মহসিন নাকভি।

ভারত–পাকিস্তান ক্রিকেট দল
এএফপি

পিসিবির এক সূত্র পিটিআইকে বলেছে, ‘এই কারণে কিছুদিন ধরে নাকভি কিংবা অন্য কোনো বোর্ড কর্তারা ভারতের পাকিস্তানে দল পাঠানো বা না পাঠানো নিয়ে কোনো কথা বলছে না। পিসিবি খসড়া সূচি ও অন্যান্য নথিপত্র আইসিসির কাছে পাঠিয়েছে, এর মধ্যে নিরাপত্তাজনিত পরিকল্পনাও আছে। এখন ভারতকে রাজি করানোর দায়িত্ব আইসিসির।’

আরেকটি সূত্র পিটিআইকে বলেছে, ‘এটা স্পষ্ট, ভারত আবারও দল পাকিস্তানে না পাঠালে কী করা হবে, পিসিবি কী করতে চায়, তা জানাতে চাইছে না। কিন্তু সরকারের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা করে একটা কৌশল ঠিক করা হয়েছে।’

আরও পড়ুন