১৩৬ বছরের পুরোনো রেকর্ডও ভেঙেছেন লিটন–মিরাজরা
২৬ রানে নেই ৬ উইকেট। রাওয়ালপিন্ডি টেস্টে তবু প্রথম ইনিংসে বাংলাদেশের রান ২৬২। আর তাতেই ওলটপালট রেকর্ড বইয়ের অনেক পাতা।
৯০.০৮
২৬ রানে ৬ উইকেট পড়ার পর আরও ২৩৬ রান যোগ করেছে বাংলাদেশ। শতকরা হিসেবে যা ইনিংসের ৯০.০৮ শতাংশ। টেস্টে ষষ্ঠ উইকেট পতনের পর শতকরা হিসাবে এটিই সর্বোচ্চ। পেছনে পড়েছে ১৮৮৮ সালে গড়া অস্ট্রেলিয়ার রেকর্ড (৯০.০০%)। ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৭ রানে ৬ উইকেট হারানোর পর আরও ৬৩ রান যোগ করেছিল অস্ট্রেলিয়া।
লিটন-মিরাজের ১৬৫ রানের জুটি…
• টেস্টে ৫০ রানের কমে প্রথম ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ১১৫, ২০০৬ সালে ভারতের বিপক্ষে পাকিস্তানের আবদুল রাজ্জাক ও কামরান আকমলের।
• টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১৯৬, রাওয়ালপিন্ডিতে আগের টেস্টেই মুশফিক-মিরাজের।
৩
চারটি টেস্ট সেঞ্চুরির তিনটিই লিটন দাস করেছেন দলীয় স্কোর ৫০ হওয়ার আগে পাঁচের পরে নেমে। এমন অবস্থায় আর কারও দুটির বেশি সেঞ্চুরি নেই।
২৬/৬
টেস্টে দ্বিতীয়বার ২৬ রানে প্রথম ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথমবার ২০২২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশের সবচেয়ে কম রানে প্রথম ৬ উইকেট খোয়ানোর রেকর্ড এটি।
২৬২
৫০ রানের কমে প্রথম ৬ উইকেট হারানোর পর টেস্টে এই প্রথম ২০০ পেরিয়েছে বাংলাদেশ।
৩
ওয়াকার ইউনিস (৬/৯০) ও শোয়েব আখতারের (৬/৫০) পর পাকিস্তানের তৃতীয় পেসার হিসেবে টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট পেলেন খুররম শেহজাদ।