১৩৬ বছরের পুরোনো রেকর্ডও ভেঙেছেন লিটন–মিরাজরা
২৬ রানে নেই ৬ উইকেট। রাওয়ালপিন্ডি টেস্টে তবু প্রথম ইনিংসে বাংলাদেশের রান ২৬২। আর তাতেই ওলটপালট রেকর্ড বইয়ের অনেক পাতা।
লিটন-মিরাজের ১৬৫ রানের জুটি…
• টেস্টে ৫০ রানের কমে প্রথম ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ১১৫, ২০০৬ সালে ভারতের বিপক্ষে পাকিস্তানের আবদুল রাজ্জাক ও কামরান আকমলের।
• টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১৯৬, রাওয়ালপিন্ডিতে আগের টেস্টেই মুশফিক-মিরাজের।