অপ্রত্যাশিত ঘটনা তো ঘটেই—ভারতের বিপক্ষে জয় পাওয়া সম্ভব কি না প্রশ্নে ডাচ ক্রিকেটার

ডাচ ক্রিকেটার তেজা নিদামানারুছবি: এএফপি

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা দল কোনটি? কোনো দ্বিধা ছাড়াই ভারতের নামটা বলে দেওয়া যায়। পয়েন্ট তালিকায় তাকালেও বিষয়টি স্পষ্ট হবে। বিশ্বকাপের প্রথম পর্বের আট ম্যাচ শেষে ভারতকে হারের কোনো স্বাদ দিতে পারেনি কোনো দল।

সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা সেই ভারতের পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে। পয়েন্ট তালিকায় যাদের অবস্থান একদম তলানিতে। যে ভারতকে হারাতে পারেনি কোনো দল, সেই ভারতের বিপক্ষে কি নেদারল্যান্ডসের কোনো সুযোগ আছে? ইংল্যান্ড ম্যাচ শেষে ডাচ ক্রিকেটার তেজা নিদামানারু এই প্রশ্নে যে উত্তর দিয়েছেন তাতেই স্পষ্ট, সেদিন নেদারল্যান্ডসের অলৌকিক কিছুই হয়তো করতে হবে।

আরও পড়ুন

পুনেতে গতকাল ইংল্যান্ডের কাছে নেদারল্যান্ডস হেরেছে ১৬০ রানের বিশাল ব্যবধানে। বেন স্টোকসের বিশ্বকাপে পাওয়া প্রথম শতক, ডেভিড ম্যালান ও ক্রিস ওকসের অর্ধশতকে পুনেতে আগে ব্যাট করে ৩৩৯ রান তোলে ইংল্যান্ড। জবাবে নেদারল্যান্ডস গুটিয়ে গেছে ১৭৯ রানেই। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তেজা। অপরাজিত ছিলেন ৪১ রানে। ভারতীয় বংশোদ্ভূত এই তেজাই এসেছিলেন সংবাদ সম্মেলনে।

ভারতের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা
ছবি: এএফপি

বিশ্বকাপে এর আগে দক্ষিণ আফ্রিকাকে চমকে দিয়েছিল নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকা যখন নেদারল্যান্ডসের বিপক্ষে হারে, তখন প্রোটিয়ারাও অপ্রতিরোধ্যই ছিল। ভারতের বিপক্ষেও কি সেই গল্প লেখা সম্ভব?

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে ডাচ ব্যাটসম্যান তেজা বলছেন, ‘তর্ক সাপেক্ষে টুর্নামেন্টের সেরা দলের বিপক্ষে খেলার জন্য রোমাঞ্চিত। এটা তো ক্রিকেট খেলা, তাই না? তাই জয় পাওয়া সম্ভব। আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেট খেলব, যেটা ভালো পারি, সেটাই করব। স্পিন ভালো খেলে, এমন ক্রিকেটার আছে। উইকেট নিতে পারে, এমন বোলারও আছে। এরপর কিছুটা ভাগ্য তো লাগবেই। সন্দেহ নেই, ভারত শক্তিশালী দল, ভালো ক্রিকেট খেলছে। কিন্তু অপ্রত্যাশিত ঘটনা তো ঘটেই।’

বিশ্বকাপ থেকে ছিটকে গেছে নেদারল্যান্ডস
ছবি: রয়টার্স

গতকাল আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে নেদারল্যান্ডস। পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা দলটি দক্ষিণ আফ্রিকা ছাড়াও বিশ্বকাপে হারিয়েছে বাংলাদেশকে। পয়েন্ট তালিকার তলানিতে থাকা নিয়ে হতাশ তেজা বলেছেন, ‘নকআউট রাউন্ডে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা বিশ্বকাপে এসেছিলাম।’

আরও পড়ুন