রউফ ও আফ্রিদির ব্যাপারে পিসিবির দ্বিমুখী মনোভাব বুঝতে পারছেন না বাজিদ

এক ফ্রেমে হারিস রউফ ও শাহিন আফ্রিদিছবি: পিসিবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে শাহিন শাহ আফ্রিদিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত বুঝতে পারছেন না বাজিদ খান। আগামীকাল ভোরে শুরু হতে যাওয়া টেস্টের জন্য পাকিস্তান দল ঘোষণার পর নিজের বিস্ময়ের কথা জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার ও এখনকার ধারাভাষ্যকার। আফ্রিদিকে যদি বিশ্রামই দেওয়া হবে, তাহলে হারিস রউফ টেস্ট খেলতে না চাওয়ায় পিসিবি কেন হতাশ হয়েছিল, সে প্রশ্নও তুলেছেন তিনি।

নাসিম শাহর অনুপস্থিতিতে পাকিস্তানের পেস বোলিংয়ের অনেক বড় দায়িত্বই ছিল শাহিন শাহ আফ্রিদির কাঁধে। পার্থে প্রথম টেস্টে ২ উইকেট নেওয়ার পর মেলবোর্নে এ বাঁহাতি পেসার নেন ৬ উইকেট। দ্বিতীয় টেস্টে বেশ ভালো ছন্দে ছিলেন বলেই মনে হয়েছে, ফিল্ডারদের সহায়তা পেলে বোলিং ফিগারটাও আরেকটু ভালো হতে পারত তাঁর।

আরও পড়ুন

তবে শেষ টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। এমনিতেই লম্বা চোট থেকে ফেরার পর আফ্রিদির গতি আর আগের মতো নেই, এমন আলোচনা আছে। প্রথম দুই টেস্টে বিশেষজ্ঞ কোনো স্পিনার ছাড়াই খেলা পাকিস্তান এবার আফ্রিদির জায়গায় দলে নিয়েছে অফ স্পিনার সাজিদ খানকে। ওপেনার ইমাম-উল-হককে বাদ দিয়ে আনা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা সাইম আইয়ুবকে।

সিডনি টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে
এএফপি

তবে পিসিবির এমন সিদ্ধান্তে অবাকই হয়েছেন বাজিদ। এক্সে এক পোস্টে বিস্মিত হওয়ার ইমোজিসহ তিনি লিখেছেন, ‘হারিস রউফ টেস্ট খেলতে অস্বীকৃতি জানিয়েছিল, কারণ সে টি-টোয়েন্টি খেলতে চেয়েছিল। পিসিবি তাতে অনেক হতাশ হয়েছিল। এখন পিসিবি নিজেই তাদের প্রধান ফাস্ট বোলারকে বিশ্রাম দিচ্ছে, যেন সে টি-টোয়েন্টি খেলতে পারে।’

অস্ট্রেলিয়া সফরের দলে থাকতে প্রাথমিকভাবে সম্মত হলেও পরে নিজের শরীর ও ওয়ার্কলোডের দিকে নজর দিতে নিজেকে সরিয়ে নেন রউফ। তবে জাতীয় দল যখন টেস্ট সিরিজ খেলছে, একই সময়ে অস্ট্রেলিয়াতেই তিনি খেলেছেন বিগ ব্যাশ লিগ। অবশ্য সিডনি টেস্টের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দেন তিনি।

টেস্ট খেলতে চাননি হারিস রউফ
ছবি : এএফপি

এ সিরিজের পর নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সর্বশেষ বিশ্বকাপের পর বাবর আজম তিন সংস্করণেই নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয় আফ্রিদিকে। তাঁর অধীনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই প্রথমবারের মতো খেলবে পাকিস্তান।

আরও পড়ুন

১৯৯৫ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট না জেতা পাকিস্তান আরেকবার নামছে সে রেকর্ড বদলাতে। যেটি হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের শেষ টেস্ট।

মেলবোর্নে দ্বিতীয় টেস্টে বেশ কয়েকবারই অস্ট্রেলিয়ার কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত পারেনি পাকিস্তান। তবে ভুল থেকে শিক্ষা নিয়েছেন তাঁরা, এমন বলেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, ‘আপনাকে সব সময়ই বৃহৎ পরিসরের দিকে তাকাতে হবে, এমসিজির মতো অমন একটা ম্যাচের পর। আমরা শিক্ষা পেয়েছি। অন্তত আমরা নিজেদের এমন অবস্থানে নিতে পেরেছি, যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারি, ম্যাচে আধিপত্য দেখাতে পারি।’

মাসুদ এরপর যোগ করেন, ‘এখন ভুলের পুনরাবৃত্তি না করার পালা। মেলবোর্নের মতো প্রচেষ্টা যদি ধরে রাখতে পারি, তাহলে আমরা অনেকগুলো টেস্টই জিতব।’