২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নাজমুলের কী হলো, উত্তর খুঁজছেন নতুন ব্যাটিং কোচ

ব্যাট হাতে নাজমুলের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে নাপ্রথম আলো

খেলা সন্ধ্যা ছয়টায়। বাংলাদেশ দল মাঠে এল হাতে একটু সময় নিয়েই। ম্যাচের আগের সময়টা একটু গা গরম করে নেওয়ার সুযোগ। কেউ চাইলে ব্যাটিং–বোলিংও করতে পারেন। অধিনায়ক নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, এনামুল হক ও তাইজুল ইসলাম সেটাই করলেন। এই চারজনকে নিয়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটারের নেটে এলেন নবনিযুক্ত ব্যাটিং কোচ ডেভিড হেম্প। এই দলের তিন ব্যাটসম্যানকে নিয়ে আলাদা করে ব্যাটিং অনুশীলন শুরু করলেন তিনি।

আরও পড়ুন

তবে এনামুল, নাজমুল ও হৃদয়ের মধ্যে হেম্পের সবচেয়ে বেশি মনোযোগ ছিল নাজমুলের দিকেই। কিছুক্ষণ পর পর হৃদয়ের নেটেও নজর দিচ্ছিলেন। এনামুলকে তেমন নয়। যুক্তিও আছে। নাজমুল ও হৃদয়, দুজনেরই আজ একাদশে থাকা নিশ্চিত। লিটন দাসের বড় কোনো সমস্যা না হলে এনামুলের সুযোগ পাওয়ার সম্ভাবনা তেমন নেই। এই তিনজনের মধ্যে নাজমুলের সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়। দুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়ক ২২ বল খেলে করেছেন ২০ রান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের নেট অনুশীলনে নাজমুলকে নিয়ে কাজ করছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। ছবিটি সে সময় তোলা
প্রথম আলো

এর আগে বিপিএলে তো নাজমুলকে খুঁজেই পাওয়া যায়নি! সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১২ ইনিংসে মাত্র ১৭৫ রান, গড় ১৪, স্ট্রাইক রেট ৯৩। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়েই দুশ্চিন্তাটা বেশি। শ্রীলঙ্কা সিরিজ থেকে ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়া হেম্পের প্রথম চ্যালেঞ্জও নাজমুলকে ছন্দে ফেরানো। আজ ছোট্ট নেট সেশনে সেই চেষ্টাই করছিলেন হেম্প।

আরও পড়ুন

লম্বা সময় রানে না থাকার ক্ষেত্রে ব্যাটসম্যানদের সাধারণত দুই ধরনের সমস্যা থাকে, প্রথমত মানসিক, দ্বিতীয়ত কৌশলগত। আজ নেটে ছোট্ট কৌশলগত পরিবর্তন নিয়েই কাজ করছিলেন জাতীয় দলের ব্যাটিং কোচ। সেটা মূলত নাজমুলের মাথার অবস্থান সম্পর্কিত। স্টান্স নেওয়ার সময় মাথা যেন কাঁধ থেকে বেশি দূরে সরে না যায়, সেই বার্তাটাই বার বার দিচ্ছিলেন হেম্প। শরীরের ওজন যেন সামনের পায়ে থাকে, সেটিও নিশ্চিত করতে চেয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ২২ বলে ২০ রান করেন নাজমুল
প্রথম আলো

এই দুটি জায়গায় ছোট্ট পরিবর্তনই নাজমুলের টাইমিংয়ে ইতিবাচক প্রভাব ফেলছিল। শট খেলছিলেন চোখের একদম নিচ থেকে। ট্রেডমার্ক স্ট্রেট ড্রাইভও বেরিয়ে আসছিল তাতে। ছোট্ট কৌশলগত এ পরিবর্তন কাজে লাগায় কোচ নাজমুলকে বাহবাও দিচ্ছিলেন। পাশের নেটে হৃদয়ের ব্যাটিং নিয়েও টুকটাক পরামর্শ দিয়েছেন হেম্প। হেম্পের সঙ্গে নাজমুলের ছোট্ট ব্যাটিং সেশন ম্যাচে কতটা কাজে দেয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

আরও পড়ুন