১৬ ইনিংসেই লিটনের রেকর্ড ছুঁয়ে ফেললেন শামীম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে শামীম হোসেনউইন্ডিজ ক্রিকেট

২১ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার শামীম হোসেনের। এই ২১ ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যান ব্যাটিংয়ে নেমেছেন ১৬ বার। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ২০০-র বেশি স্ট্রাইক রেট ছিল শামীমের, শামীম ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ক্যারিয়ারের সর্বশেষ দুই ম্যাচেও। ওয়েস্ট ইন্ডিজে টানা দুই ম্যাচে ২০০ ছাড়ানো স্ট্রাইক রেট শামীমকে একটি রেকর্ডও উপহার দিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশিবার ২০০ ছাড়ানো স্ট্রাইক রেটের ইনিংস খেলার রেকর্ড এটি। যে রেকর্ডে শামীম আজ ছুঁয়েছেন লিটন দাসকে। কমপক্ষে ২৫ রানের ইনিংসকে মানদণ্ড ধরেই করা হয়েছে এই হিসাব।

শামীম ১৬ ইনিংসে চারবার ২০০ স্ট্রাইক রেটের ইনিংস খেললেও লিটন এ পর্যন্ত খেলেছেন ৯২ ইনিংস। অর্থাৎ শামীমের যেখানে প্রতি চার ইনিংসে একবার ২০০ ছুঁয়েছে স্ট্রাইক রেট, লিটন তা করেছেন প্রতি ২৩ ইনিংসে।

কমপক্ষে ২৫ রানের ইনিংসে তিনবার ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করে এই রেকর্ডে বাংলাদেশের তৃতীয়সেরা মাহমুদউল্লাহ।

আরও পড়ুন

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা মাত্র ২৬ বার ২০০ স্ট্রাইক রেটে ২৫ বার এর বেশি রানের ইনিংস খেলেছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যর্থতার পাল্লা যে ভারী সেটির প্রমাণও দিচ্ছে এই পরিসংখ্যান।

চারবার ২০০ স্ট্রাইক রেটে ২৫ ছাড়ানো ইনিংস খেলেছেন লিটন
বিসিসিআই

টেস্টে খেলুড়ে দলগুলোর মধ্যে ২০০ ছোঁয়া স্ট্রাইক রেটের ইনিংসের এই হিসেবে বাংলাদেশই তলানিতে। বাংলাদেশের চেয়ে কম টি-টোয়েন্টি খেলা আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা ৩৬ বার ২০০ স্ট্রাইক রেটে ২৫ ছুঁয়েছেন। ৮৯ বার ২০০ স্ট্রাইক রেটের ইনিংস নিয়ে সবার ওপরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।