বিশ্বকাপ–যাত্রায় ৩৮ ঘণ্টার ভ্রমণ নিয়ে বিরক্ত ইংল্যান্ডের ক্রিকেটাররা

জনি বেয়ারস্টোছবি: ইনস্টাগ্রাম

বিশ্বকাপ–যাত্রাটা সুখকর হলো না ইংল্যান্ডের। বিশ্বকাপ ধরে রাখার লক্ষ্যে এরই মধ্যে ভারতের গুয়াহাটিতে পৌঁছেছে জস বাটলারের দল। ঠিকঠাকভাবে ভারতে পৌঁছালেও দীর্ঘ সময়ের এই ভ্রমণে বেশ বিরক্ত ইংল্যান্ডের ক্রিকেটাররা।

৩৮ ঘণ্টার বেশি সময়ের এই ভ্রমণ নিয়ে ইনস্টাগ্রামে বিরক্তিই প্রকাশ করেছেন জনি বেয়ারস্টো। ইনস্টাগ্রামে জনি বেয়ারস্টো যে ছবি শেয়ার করেছেন, তাতে জস বাটলার–ক্রিস ওকসরা যে খুবই বিরক্ত, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে।

আরও পড়ুন

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবারই বিশ্বকাপে টপ ফেবারিট। বাটলারের নেতৃত্বাধীন এই দলকে ফাইনালে দেখছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। আজ ট্রফি ধরে রাখার লক্ষ্যে ভারতে পা রেখেছে তারা। ভারতে আসার পথে যদিও সময়টা ভালো যায়নি তাদের। ইংল্যান্ড ওপেনার বেয়ারস্টো বিমানের ইকোনমি ক্লাসের একটা ছবি দিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘চরম বিশৃঙ্খলা। শেষ পর্ব আসছে, কী ক্লান্তিকর ভ্রমণ! ৩৮ ঘণ্টা এবং চলছে।’

বেয়ারস্টোর শেয়ার করা ছবিতে ছিলেন বাটলার ও ওকস। সেই ছবিতে দেখা যাচ্ছে, অনেক যাত্রী দাঁড়িয়ে আছেন। আর বিরক্তি নিয়ে অন্যদিকে তাকিয়ে ছিলেন বাটলার ও ওকস।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। যার একটি আগামীকাল ভারতের বিপক্ষে। অর্থাৎ ভ্রমণের ক্লান্তি কাটানোর সময় খুব একটা পাচ্ছে না বাটলারের দল। গুয়াহাটিতে তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। প্রথম ম্যাচে তারা আজ খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে।

ইংল্যান্ড বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, আগামী ৫ অক্টোবর। গত বিশ্বকাপে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েই শিরোপা জিতেছিল ইংল্যান্ড।

আরও পড়ুন