সূর্যকুমারের ক্যাচ নিয়ে পোলক, ‘বাউন্ডারির কুশন তো নড়েছে’
বিরাট কোহলির ৫৯ বলে ৭৬ রান। যশপ্রীত বুমরার ১৮ রানে ২ উইকেট, যার মধ্যে ১৮তম ওভারে মাত্র ২ রান দিয়ে ১ উইকেট আছে। কোনো কারণ ছাড়াই শেষ ৫ ওভারে মাত্র ৩০ রান লাগার পরও দক্ষিণ আফ্রিকার ভেঙে পড়া। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অনেক ঘটনাই ঘটেছে।
এই অনেক ঘটনার মধ্যে একটি শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার প্রথম বলে সীমানা রশির ওপর থেকে ছো মেরে ধরা সূর্যকুমার যাদবের অসাধারণ এক ক্যাচ। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৬ রান। প্রথম বলেই মিলারের ওই শটটি ক্যাচ না হয়ে ৬ হলে তো অন্যরকম ফল হলেও হতে পারত।
অনেকেই তাই সূর্যকুমারের নেওয়া ওই ক্যাচটিকেই বলছেন ম্যাচের টার্নিং পয়েন্ট। তবে সেই ক্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক আছে। অনেকেই বলছেন, ক্যাচটি নেওয়ার সময় বাউন্ডারির রশি ঢেকে রাখা কুশনে পা লেগেছিল সূর্যকুমারের।
তবে ম্যাচের সেই মুহূর্তে টিভি রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত দেন—ক্যাচটি ঠিক আছে বা বৈধ। সূর্যকুমারের ক্যাচ নিয়ে এই বিতর্কে এবার যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার শন পোলক।
ক্যাচটি নিয়ে পোলক বলেছেন, ‘ক্যাচটি ভালো ছিল। (বাউন্ডারির) কুশন অবশ্য নড়েছে। কিন্তু এটা ম্যাচেরই অংশ। সূর্যর এটা নিয়ে কিছু করার নেই। কুশনে তার পা পড়েনি। দারুণ দক্ষতা এটা।’
ম্যাচ শেষে সূর্যকুমার নিজের ক্যাচ নিয়ে ছিলেন উচ্ছ্বসিত। তিনি বলেছিলেন, ‘এখন এটা নিয়ে কথা বলা সহজ। কিন্তু তখন মনে হচ্ছিল, ট্রফিটা বাউন্ডারির ওপারে উড়ে চলে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, ওই সময় আপনি ভাববেন যে বলটিকে বাউন্ডারি পেরিয়ে ৬ হতে দেওয়া যাবে না। আমার যতটা সম্ভব ছিল, আমি চেষ্টা করেছি।’