বাবরের অধিনায়কত্বে খেলবেন পিসিবির সাবেক প্রধান নির্বাচক ও পাঞ্জাবের মন্ত্রী
মাঠের বাইরে তাঁদের ‘ক্ষমতা’ অনেক। একজন প্রাদেশিক সরকারের মন্ত্রী; আরেকজন সাবেক অধিনায়ক, প্রধান নির্বাচক ও দেশের জনপ্রিয় ব্যক্তিত্ব। ক্ষমতাশালী এই দুই ক্রিকেটার খেলবেন বাবর আজমের নেতৃত্বে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি।
পাকিস্তান অধিনায়ক বাবরের অধিনায়কত্বে নামতে যওয়া দুই ‘ক্ষমতাবান ব্যক্তিত্ব’ ওয়াহাব রিয়াজ ও শহীদ আফ্রিদি।
সাবেক অধিনায়ক আফ্রিদি গত মাসেও ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক। নাজাম শেঠি পিসিবির প্রধানের চেয়ারে বসে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছিলেন আফ্রিদিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ছিল সেই দায়িত্ব।
পরে আফ্রিদি জানান, নাজাম তাঁকে দীর্ঘ সময়ের জন্য কাজ চালিয়ে যেতে বলেছেন। কিন্তু তিনি আগ্রহ দেখাননি। পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বে এখন হারুন রশিদ।
অপর দিকে সদ্যই পাঞ্জাব প্রাদেশিক সরকারের ক্রীড়ামন্ত্রী হয়েছেন ওয়াহাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্সের হয়ে খেলছিলেন ৩৭ বছর বয়সী এই পেসার। গত ২৩ জানুয়ারি পাঞ্জাব প্রদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী মহসিন নকভী ওয়াহাবকে মন্ত্রী ঘোষণা করেন।
এরই মধ্যে বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে চলে গেছেন তিনি। লাহোর বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে মন্ত্রীর প্রঢৌকলে বরণ করে নেওয়া হয়।
ওয়াহাব-আফ্রিদি বাবরের নেতৃত্বে খেলবেন একটি প্রদর্শনী ম্যাচে। ১৩ ফেব্রুয়ারি শুরু হবে পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) অষ্টম আসর। টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে বেলুচিস্তান ক্রিকেট অ্যাসোসিয়েশন কোয়েটা গ্লাডিয়েটর্স ও পেশোয়ার জালমির মধ্যে প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে। আজ সেই ম্যাচের দুটি দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
জালমির স্কোয়াডে আছেন আফ্রিদি ও ওয়াহাব, অধিনায়ক বাবর। এই দলটির প্রধান কোচ করা হয়েছে কামরান আকমলকে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন কোয়েটায় খেলবেন উমর আকমল, ইতফিতখার আহমেদ, নাসিম শাহ ও খুশদিল শাহরা। এই দলের প্রধান কোচ মইন খান।