পোষা কুকুরের কামড়ে অস্ত্রোপচার টেবিলে অ্যালিসা হিলি
মিচেল স্টার্ক নিশ্চয়ই ভারতে বসে খবরটা পেয়ে আতঙ্কিত হয়েছেন!
তাঁর স্ত্রী অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যালিসা হিলিকে যে কুকুরের কামড় খেয়ে অস্ত্রোপচারের মুখোমুখি হতে হয়েছিল। স্বস্তির খবর, অস্ত্রোপচার ভালো হয়েছে। অ্যালিসা হিলি এখন ভালো আছেন।
অস্ট্রেলিয়ান নারী দলের নিয়মিত অধিনায়ক মেগ ল্যানিং মাঝেমধ্যেই ক্রিকেট থেকে বিরতি নেন। সেই সময় উইকেটকিপার-ব্যাটার অ্যালিসাই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। নিজের বাড়িতে পোষা দুই কুকুরের লড়াই থামাতে গিয়েই এই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।
অ্যালিসা কুকুরের কামড় খাওয়াকে বলেছেন ‘বীভৎস ঘটনা’। বাড়িতে তাঁর যে দুটি কুকুর আছে। সেই দুটির মারামারি ঠেকাতে গিয়েছিলেন তিনি। অ্যালিসা হিলির কথা, ‘আমি ওদের মারামারি ঠেকাতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে ভুল জায়গায় হাত দিয়েছিলাম। সত্যি বলছি একটা কুকুর রীতিমতো আমার একটা আঙুলে কামড়ে ধরে টেনে ছিঁড়ে ফেলতে গিয়েছিল। আমার আঙুলের অবস্থা হয়েছিল বীভৎস। তবে শেষ পর্যন্ত অস্ত্রোপচার করে রক্ষা পেয়েছি। অস্ত্রোপচারটি বেশ ভালো হয়েছে।’
সামনের সপ্তাহে আবার চিকিৎসক দেখাবেন হিলি। তখন বোঝা যাবে, চলমান নারী বিগ ব্যাশ লিগে তিনি খেলতে পারবেন কি না। এমনকি ডিসেম্বরে অস্ট্রেলিয়ার ভারত সফর নিয়েও এই মুহূর্তে অনিশ্চয়তা আছে।
হিলি অবশ্য প্রাথমিক পরীক্ষা দেখে দ্রুতই ফেরার ব্যাপারে আশাবাদী, ‘যেভাবে দরকার সেভাবে ব্যাট ধরতে পারব কি না অথবা বল ধরতে পারব কি না, সেটা এখনই বলা অগ্রিম হয়ে যায়। তবে যে সব রিপোর্ট পেয়েছি, সবকিছু ইতিবাচকই।’