টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রাহুলের জায়গায় কিষান

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত দলে ডাক পেয়েছেন কিষানএএফপি

ঋদ্ধিমান সাহা, সরফরাজ খান, অভিমন্যু ঈশ্বরণরাও ছিলেন আলোচনায়। শেষ পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লোকেশ রাহুলের জায়গায় ভারত দলে ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা ঈশান কিষানকে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই।

গত ২৫ এপ্রিল ঘোষিত দলে থাকা দুই পেসার জয়দেব উনাদকট ও উমেশ যাদবকে নিয়েও শঙ্কা আছে। কিষানকে দলে নেওয়ার সঙ্গে রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার ও সূর্যকুমার যাদবকে স্ট্যান্ডবাই হিসেবে দলে রাখার ঘোষণাও দিয়েছে বিসিসিআই।

আইপিএলে ১ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান ঊরুতে চোট পান লক্ষ্ণৌ সুপার জায়ান্টস অধিনায়ক রাহুল। আইপিএলের সঙ্গে আগামী ৭ জুন ওভালে শুরু ফাইনাল থেকেও ছিটকে যান তিনি। বিসিসিআই আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, শিগগিরই অস্ত্রোপচার করানো হবে রাহুলের।

আইপিএলে ফিল্ডিংয়ের সময় চোট পান রাহুল
আইপিএল

রাহুলের বদলি হিসেবে ডাকা ২৪ বছর বয়সী উইকেটকিপার–ব্যাটসম্যান কিষান এরই মধ্যে ১৪টি ওয়ানডে ও ২৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ৪৮টি প্রথম শ্রেণির ম্যাচের সর্বশেষটি খেলেছেন গত বছরের ডিসেম্বরে। এবারের আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ১৩৬.৯১ স্ট্রাইক রেটে ২৯৩ রান করেছেন কিষান।

উনাদকট কাঁধে চোট পান নেটে বোলিং করতে গিয়ে। আপাতত বেঙ্গালুরুতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁর খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে। উমেশের চোট হ্যামস্ট্রিংয়ে, গত ২৬ এপ্রিল আইপিএলের ম্যাচে সেই চোট পান তিনি। আপাতত কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গেই আছেন তিনি। বিসিসিআই জানিয়েছে, উমেশের চোটের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

টানা দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে যাচ্ছে ভারত। এবার তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২০২১ সালে প্রথম ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল তারা।

আরও পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকট, ঈশান কিষান (উইকেটকিপার)।

স্ট্যান্ডবাই: রুতুরাজ গাইকোয়াড়, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব।