তিলক-ঝড়ের পর আইপিএলে অর্জুনের প্রথম উইকেট, মুম্বাইয়ের টানা তৃতীয় জয়

ছয় নম্বরে নেমে মুম্বাইয়ের তিলক ভার্মা খেলেছেন ১৭ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংসএএফপি

এমনিতে তিনি হায়দরাবাদের ক্রিকেটপ্রেমীদের কাছে ‘ঘরের ছেলে’। কিন্তু সেই ঘরের ছেলে তিলক ভার্মা আজ খেলতে নেমেছিলেন জন্মশহরের দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ হায়দরাবাদের প্রতিপক্ষ ছিল তিলকের মুম্বাই ইন্ডিয়ানস। খুব স্বাভাবিকভাবেই দর্শকদের চোখ সবচেয়ে বেশি ছিল তিলকের ওপরই। মুম্বাইয়ের এই অলরাউন্ডার নিরাশ করেননি মোটেও। ছয় নম্বরে নেমে খেলেছেন ১৭ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস। ২ চারের সঙ্গে ৪টি ছক্কা। হায়দরাবাদের বিপক্ষে মুম্বাইয়ের রানটা ৫ উইকেটে ১৯২ পর্যন্ত গেছে আসলে তিলকের ওই ঝড়েই।
যে রান তাড়া করতে নেমে পরে হায়দরাবাদ অলআউট হয়ে যায় ১৭৮ রানে। ১৪ রানে ম্যাচ জিতে রোহিত শর্মার দল। পঞ্চম ম্যাচে এটা মুম্বাইয়ের টানা তৃতীয় জয়। সমান ম্যাচে হায়দরাবাদের তৃতীয় হার।

 
আগে ব্যাট করতে নামা মুম্বাইয়ের ভিত গড়ে দিয়েছেন শুরুর তিন ব্যাটসম্যান। ওপেনিংয়ে নেমে রোহিত শর্মা ও ঈশান কিষান গড়েছেন ২৮ বলে ৪১ রানের জুটি। ১৮ বলে ২৮ রান করে থাঙ্গারাসু নটরাজনের বলে এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। তবে এর আগেই ভারত অধিনায়ক পেরিয়ে গেছেন একটা মাইলফলক। বিরাট কোহলি, শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারের পর চতুর্থ খেলোয়াড় হিসেবে আইপিএলে ৬ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন রোহিত। আপাতত ২২৭ ইনিংসে রোহিতের রান ৬০১৪।

আইপিএলে ৬ হাজার রান হয়েছে রোহিত শর্মার
বিসিসিআই


এরপর কিষানকে নিয়ে ৩৯ বলে ৪৬ রানের জুটি গড়েন ক্যামেরন গ্রিন। ৩১ বলে ৩৮ রান করে কিষান মার্কো ইয়ানসেনের শিকার হন মার্করামকে ক্যাচ দিয়ে। তবে ওপাশে গ্রিন খেলে গেছেন নিজের ছন্দে। ৩৩ বলে ফিফটি করার গ্রিন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪০ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৪ রান করে। দারুণ এই ইনিংসের পথে ভার্মার সঙ্গে ২৮ বলে ৫৬ রানের জুটি গড়েছেন গ্রিন, টিম ডেভিডের সঙ্গে মিলে করেছেন ২১ বলে ৪১। তাতেই ২০ ওভার শেষে মুম্বাইয়ের রানটা দাঁড়ায় ৫ উইকেটে ১৯২।

ক্যামেরন গ্রিন ও তিলক ভার্মা মিলে গড়েছেন ২৮ বলে ৫৬ রানের জুটি
এএফপি


তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে হ্যারি ব্রুক ও চতুর্থ ওভারে রাহুল ত্রিপাঠির উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় হায়দরাবাদ। তবে তৃতীয় উইকেটে মায়াঙ্ক আগারওয়াল ও এইডেন মার্করামের ৩০ বলে ৪৬ রানের জুটিতে ম্যাচে ফেরে হায়দরাবাদ। ১৭ বলে ২২ রান করে মার্করাম ফেরেন ক্যামেরন গ্রিনের বলে হৃতিক শোকিনের হাতে ক্যাচ দিয়ে।

মুম্বাইয়ের উইকেট উদযাপন
এএফপি

এরপর আর একটাই বড় জুটি হয়েছে হায়দরাবাদের ইনিংসে, আগারওয়াল ও হেনরিখ ক্লাসেন মিলে তুলেছেন ২৯ বলে ৫৫ রান। ক্লাসেন-ঝড়টা ছিল দেখার মতো, তবে স্থায়ী হয়নি বেশিক্ষণ। ১৬ বলে ২ ছক্কা ও ৪ চারে ৩৬ রান করে ১৪তম ওভারে আউট হয়ে যান দক্ষিণ আফ্রিকান এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ৪১ বলে ১ ছক্কা ও ৪ চারে ৪৮ রান করে আগারওয়াল ফেরেন এর পরের ওভারেই। জিততে ২৯ বলে ৫৯ রান লাগে তখন হায়দরাবাদের।

আইপিএলে নিজের প্রথম উইকেট পেয়েছেন অর্জুন
এএফপি


মার্করামের দল তারপরেও চেষ্টা করেছে, ১২ বলে ২৪ রান লাগে, হাতে ২ উইকেট-সমীকরণটা এ রকমও করে ফেলেছিল তারা। কিন্তু ১৯তম ওভারে মাত্র ৪ রান দিয়ে হায়দরাবাদের হিসাব বেশ কঠিন করে দেন ক্যামেরন গ্রিন। অর্জুন টেন্ডুলকারের করা শেষ ওভারের প্রথম ৫ বলেই বাকি দুটি উইকেট হারিয়ে ফেলে হায়দরাবাদ। রান আউট হন ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার ক্যাচ দেন রোহিত শর্মার হাতে। ম্যাচে ২.৫ ওভারে ১৮ রান দিয়ে আইপিএলে নিজের প্রথম উইকেটটা পান অর্জুন।