বাংলাদেশ–পাকিস্তান কেউই খালি হাতে ফিরল না

বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ–পাকিস্তান ম্যাচআইসিসি

রাওয়ালপিন্ডিতে বৃষ্টি আর থামলই না। পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। খেলা হয়নি বলে মন খারাপ হতে পারে দুই দলের খেলোয়াড়দের। সঙ্গে অবশ্য একটা স্বস্তিও হওয়ার কথা। আগের দুটি ম্যাচে জয়হীন পাকিস্তান-বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল, শেষ ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতা রক্ষার।

আনুষ্ঠানিকতার এই ম্যাচে যে দল হারত, এবারের চ্যাম্পিয়নস ট্রফি থেকে শূন্য হাতেই ফিরতে হতো। বৃষ্টির কারণে তা আর হচ্ছে না-রাওয়ালপিন্ডিতে একদিন আগে হওয়া অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মতো টসও হতে পারেনি বৃষ্টির কারণে। বাংলাদেশ ও পাকিস্তান টুর্নামেন্ট শেষ করছে এক পয়েন্ট করে নিয়ে। আগের দুই ম্যাচে হারের ধরন ‘ভালো’ হওয়ায় পাকিস্তানের চেয়ে রান রেটে এগিয়ে আছে বাংলাদেশ।

গ্রুপে তৃতীয় হওয়া বাংলাদেশ সব মিলিয়ে টুর্নামেন্টে এখন আছে সপ্তম স্থানে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হেরে যায়, তখন ষষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করবে বাংলাদেশ।