আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন নারাইন
সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৩ সালে, সর্বশেষ ওয়ানডে ২০১৬ আর সর্বশেষ টি-টোয়েন্টি ২০১৯-এ। চার বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর সুনীল নারাইন জানালেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর খেলবেন না।
আজ এক ইনস্টাগ্রাম বার্তায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্যারিবীয় ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি চালিয়ে যাবেন নারাইন।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেওয়া বার্তায় নারাইন লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ খেলার পর চার বছরের বেশি পেরিয়ে গেছে। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। জনপরিসরে কম কথা বলার মানুষ আমি। তবে ব্যক্তিগতভাবে অল্প কিছু মানুষই আমাকে ক্যারিয়ারজুড়ে নিঃশর্ত সহায়তা করে গেছেন এবং ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখায় সাহায্য করেছেন, তাঁদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’
নারাইনের আন্তর্জাতিক অভিষেক হয় ২০১১ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডেতে। অবসরের আগে তিন সংস্করণ মিলিয়ে মোট ১২২টি ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে টেস্ট ৬টি, ওয়ানডে ৬৫টি এবং টি-টোয়েন্টি ৫১টি। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন নারাইন, যেখানে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।
চার বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিতভাবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলে যাচ্ছেন নারাইন।