দল টেস্ট জেতার পরই কেন ভারতে ফিরলেন গৌতম গম্ভীর

ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরবিসিসিআই

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ধবলধোলাই হওয়ার পর বেশ চাপে ছিল ভারত। সেই চাপ পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে অনেকটাই কমিয়েছে গৌতম গম্ভীরের দল। কিন্তু দলের জয়ের পরই হঠাৎ করে দেশে ফিরে গেলেন ভারতের কোচ গম্ভীর। কিন্তু কেন?

জানা গেছে, ক্রিকেটীয় কোনো কারণ নয়, ব্যক্তিগত কারণেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে গেছেন গম্ভীর। তবে আপাতত দেশে ফিরলেও দ্বিতীয় টেস্টের আগেই আবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে দিবা-রাত্রির গোলাপি বলের টেস্ট।

বিসিসিআই সূত্রের বরাত দিয়ে গম্ভীরের ভারতে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’। সূত্রের সঙ্গে নিজেদের আলাপ সংবাদমাধ্যমটি তুলে ধরেছে এভাবে, ‘গম্ভীর আমাদের জানিয়েছেন, তিনি দেশে ফিরে যাচ্ছেন এবং দ্বিতীয় টেস্ট শুরুর আগে আবার যোগ দেবেন। তিনি ব্যক্তিগত কারণের কথা বলেছেন এবং বিসিসিআইও তাঁর অনুরোধ মেনে নিয়েছে।’

আরও পড়ুন

গম্ভীরকে ছাড়াই ভারত দল বুধবার ক্যানবেরা পৌঁছাবে। সেখানে তারা দুই দিনের গোলাপি বলের প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচটি শুরু হবে শনিবারে। আর প্রধান কোচের অনুপস্থিতিতে ভারতের অনুশীলন তদারকি করবেন সহকারী কোচ অভিষেক নাইয়ার, রায়ান টেন ডেসকাট, বোলিং কোচ মরনে মরকেল ও ফিল্ডিং কোচ টি দিলীপ।

পার্থ টেস্টে দারুণ এক জয় পেয়েছে ভারত
এএফপি

আর কোচদের সঙ্গে থাকবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাও। পারিবারিক কারণে (দ্বিতীয় সন্তানের জন্ম) প্রথম টেস্ট না খেলা রোহিত দলের সঙ্গে যোগ দিয়েছেন গত রোববার। এর মধ্যে সোমবার পার্থে অনুশীলনে সময় কাটাতেও দেখা গেছে রোহিতকে।

আরও পড়ুন

এদিকে প্রথম টেস্টে ২৯৫ রানে জিতে ভারত দল এখন দারুণ উজ্জীবিত। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি ভারতের সবচেয়ে বড় জয়ও বটে। এই জয় দিয়ে সাম্প্রতিক ব্যর্থতাও কিছুটা ভুলতে পেরেছে তারা। পাশাপাশি রোহিতের দলে ফেরাও খেলোয়াড়দের বাড়তি সাহস দেবে। যা একই সঙ্গে কোচ গম্ভীরের না থাকার অভাবও কিছুটা হলেও পুষিয়ে দেবে।