২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পাকিস্তানের নির্বাচক কমিটিতে আম্পায়ার আলিম দার

পাকিস্তানের সাবেক আম্পায়ার আলিম দার দেশটির দল নির্বাচন কমিটির সদস্য হয়েছেনআইসিসি

পাকিস্তানের ক্রিকেট মানেই যেন নিরন্তর এক সার্কাস। গত পরশু দল হেরেছে তো কোচ বদলে ফেলো, গতকাল দল হেরেছে তো অধিনায়ক বদলে ফেলো, এরপর আবার আজও দল হেরে গেল তো নির্বাচক বদলে ফেলো! পাকিস্তান ক্রিকেটে পরিবর্তনের এই খেলা চলছে তো চলছেই।

ভারতে ওয়ানডে বিশ্বকাপে দলের ব্যর্থতার পর বাবর আজমকে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য করে পিসিবি, সরিয়ে দেওয়া হয়েছিল কোচ মিকি আর্থারকে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ হয়েছে পাকিস্তান। এরপরও কিছু পরিবর্তন হয়েছে পাকিস্তানের ক্রিকেটে।

পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ
এক্স

এরপর ঘরের মাঠে বাংলাদেশের কাছে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই হয়েছে শান মাসুদের পাকিস্তান। এই ব্যর্থতার পর পাকিস্তানের নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়ান মোহাম্মদ ইউসুফ। ইংল্যান্ডের কাছে আজ প্রথম টেস্ট হারার দিনে নির্বাচক কমিটিতে আরেক দফায় পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এবার নির্বাচক কমিটিতে সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। আসাদ শফিক ও হাসান চিমার সঙ্গে নির্বাচক কমিটিতে যুক্ত করা জয়েছে সাবেক আম্পায়ার আলিম দার, সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ ও সাবেক ব্যাটসম্যান আজহার আলীকে।

আরও পড়ুন

এর আগে ইউসুফ, শফিক ও চিমার সঙ্গে দল নির্বাচন কমিটিতে থাকতেন প্রধান কোচ ও অধিনায়ক। এখন বাইরের সদস্যসংখ্যা বাড়ায় দল নির্বাচনের প্রক্রিয়ায় কোচ আর অধিনায়ক থাকবেন না বলেই খবর দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।

আরও পড়ুন