প্রথম ম্যাচে অঘটনের পর জিম্বাবুয়েকে আর সুযোগ দেয়নি ভারত। হারারেতে সিরিজের পরের চার ম্যাচের সব কটিতে জিতে ৪-১–এ সিরিজ জিতে নিল ভারত।
আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টি–টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের ৬ উইকেটে ১৬৭ রানের জবাবে জিম্বাবুয়ে ১৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে করতে পেরেছে ১২৫ রান। শেষ পর্যন্ত ৪২ রানের জয় পেয়েছে ভারত।
আগের ম্যাচে জিম্বাবুয়ের দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে ও তাদিওয়ানাশি মারুমানি গড়েন ৫২ বলে ৬৩ রানের জুটি। আজ রান তাড়ায়ও দুজনের কাছে এমন কিছুরই আশা ছিল জিম্বাবুয়ের। কিন্তু মুকেশ কুমারের বলে মাধেভেরে ০ রানে আউট হলে তা আর হয়নি। তিনে নামা ব্রায়ান ব্যানেট ২ বাউন্ডারিতে ৮ বলে ১০ রানে আউট হলে ম্যাচ থেকেই ছিটকে পড়ে স্বাগতিকেরা।
মাঝের ওভারে টিকে থাকার চেষ্টা করেন মারুমানি ও ডিওন মায়ার্স। মারুমানি ২৭ রান করেন ২৪ বলে, মায়ার্সের ৩৪ রান এসেছে ৩২ বলে। জিম্বাবুয়ের দুই ফিনিশার সিকান্দার রাজা (৮) ও জনাথন ক্যাম্পবেলও (৪) কিছু করতে পারেননি। অলরাউন্ডার ফারাজ আকরাম শেষের দিকে ১৩ বলে ২টি চার ও ২টি ছক্কায় ২৭ রানের ইনিংস খেলে জিম্বাবুয়ের পরাজয়ের ব্যবধান কমিয়েছেন। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পেসার মুকেশ।
সিরিজজুড়ে ভারতের ব্যাটিং ছিল টপ অর্ডারনির্ভর। এক দিন অভিষেক শর্মা, আরেক দিন যশস্বী জয়সোয়াল। দুজনের কেউ না হলে অধিনায়ক শুভমান গিল। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হারের পর টানা তিন ম্যাচে ভারত দাপট দেখিয়ে জিতেছে এই তিন টপ অর্ডার ব্যাটসম্যানের সৌজন্যে।
শেষ ম্যাচে তা হয়নি। পাওয়ারপ্লের পঞ্চম ওভারের মধ্যে ৪০ রান তুলে আউট জয়সোয়াল, অভিষেক ও গিল। তবে টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও জ্বলে উঠেছেন সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। দুজন মিলে ৬৫ রানের জুটি গড়ে প্রাথমিক বিপদ সামলে ফেলেন।
লেগ স্পিনার ব্রেন্ডন মাভুতা ১৫তম ওভারে এসে পরাগকে ফেরালে ভাঙে দুজনের জুটি। পরাগের ব্যাট থেকে আসে ২৪ বলে ২২ রানের ইনিংস, ভারতের রান তখন ১৪.২ ওভারে ১০৫। স্যামসন ৪৫ বলে ৫৮ রানের ইনিংস খেলে ভারতের রানটাকে ১৩৫-এ নিয়ে যান। স্যামসনের ১২৮ স্ট্রাইক রেটের ইনিংসে ছিল ১টি চার ও ৪টি ছক্কা।
শেষ দিকে শিবাম দুবের ১২ বলে ২টি চার ও ২টি ছক্কায় ২৬ রানের ক্যামিও ভারতকে দেড় শর ওপারে নিয়ে যায়। ১৯ রানে ২ উইকেট নেওয়া ব্লেসিন মুজারাবানি ছিলেন জিম্বাবুয়ের সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৬৭/৬
(স্যামসন ৫৮, দুবে ২৬, পরাগ ২২; মুজারাবানি ২/১৯, এনগারাভা ১/২৯, রাজা ১/৩৭)।
জিম্বাবুয়ে: ১৮.৩ ওভারে ১২৫ অলআউট
(মায়ার্স ৩৪, আকরাম ২৭, মারুমানি ২৭; মুকেশ ৪/২২, দুবে ২/২৫, সুন্দর ১/৭)
ফল: ভারত ৪২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শিবম দুবে।
ম্যান অব দ্য সিরিজ: ওয়াশিংটন সুন্দর।
সিরিজ: ভারত ৪–১ ব্যবধানে জয়ী।