সাকিব প্রস্তুতি ম্যাচ খেলছেন না

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানছবি: প্রথম আলো

এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলছেন প্রস্তুতি ম্যাচ। ম্যাচটা শুরুতে ৪৫ ওভারের হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি এখন হচ্ছে ৪০ ওভারের। নতুন করে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর সাকিব আল হাসান আজ প্রথম মাঠে এলেও তিনি অবশ্য প্রস্তুতি ম্যাচ খেলছেন না।

অধিনায়ক সাকিব ম্যাচের আগে ড্রেসিংরুমে সভায় বসেছিলেন ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের সঙ্গে। এশিয়া কাপের দলে না থাকলেও সভায় ছিলেন মাহমুদউল্লাহ, সৌম্য সরকারও। সেখানে সাকিব সবার প্রস্তুতির খোঁজখবর নিয়েছেন। ভিডিও ফুটেজ দেখে কে কোন অবস্থায় আছেন, বোঝার চেষ্টা করেছেন। খেলোয়াড়দের কার ওয়ার্কলোড কোন অবস্থায় আছে, কথা হয়েছে এ নিয়েও।

এশিয়া কাপের প্রস্তুতি থেকে বাংলাদেশ দল খেলোয়াড়দের ওয়ার্কলোড ব্যবস্থাপনায় ব্যবহার করছে জিপিএস প্রযুক্তি। সাকিবকেও খেলোয়াড়দের অবস্থা জানানো হয়েছে জিপিএস প্রযুক্তির তথ্য ব্যবহার করে।

বাংলাদেশ দলের অনুশীলনে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ফিজিও কিয়েরেন থমস
ছবি: প্রথম আলো

এ মাসের প্রথম দিকে বাংলাদেশ দল যখন এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে, সাকিব তখন ব্যস্ত ছিলেন দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে পরে যোগ দেন শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে। এ দুই টুর্নামেন্টের জন্য ২০ আগস্ট পর্যন্ত ছুটিতে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।

শ্রীলঙ্কা থেকে দুবাই হয়ে দেশে ফিরেছেন ২২ আগস্ট। এরপর আজই প্রথম এলেন অনুশীলনে। তবে শেষ পর্যন্ত আর অনুশীলন করেননি। বৃষ্টির পর অন্য খেলোয়াড়েরা প্রস্তুতি ম্যাচ খেলতে নামলেও সাকিব ছেড়ে যান স্টেডিয়াম। ২৭ আগস্ট এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল।

আরও পড়ুন