গুজরাটের জোড়া সেঞ্চুরিতে হার চেন্নাইয়ের

ম্যাচ শেষে হাত মেলাচ্ছেন দু্ই দলের খেলোয়াড়েরাআইপিএল

আইপিএলে আজ গুজরাট টাইটানসের কাছে ৩৫ রানে হেরেছে চেন্নাই সুপার কিংস। টস জিতে গুজরাটকে আগে ব্যাটিংয়ের নিমন্ত্রণ জানায় চেন্নাই। দুই ওপেনার সাই সুদর্শন ও শুবমান গিলের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৩১ রান তুলেছিল গুজরাট। তাড়া করতে নেমে হাতে ২ উইকেট হাতে রেখে জয়ের জন্য শেষ ২ ওভারে ৬২ রান দরকার ছিল চেন্নাইয়ের। প্রায় অসম্ভব এই সমীকরণ মেলাতে না পেরে শেষ পর্যন্ত ২০ ওভারে ১৯৬/৮ রানে থেমেছে চেন্নাইয়ের ইনিংস।

আরও পড়ুন

৭ ছক্কা ও ৫ চারে ৫১ বলে ১০৩ রানের ইনিংস খেলেন সুদর্শন। গিল ৬ ছক্কা ও ৯ চারে ৫৫ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। আইপিএলে ১০০তম সেঞ্চুরিটি গিলের। উদ্বোধনী জুটিতে ২১০ রান যোগ করে ১৮তম ওভারে তুষার দেশপান্ডের বলে আউট হন সুদর্শন। একই ওভারে গিলকেও তুলে নেন চেন্নাইয়ের এই পেসার। আইপিএলের ইতিহাসে ওপেনিং জুটিতে যুগ্মভাবে সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়েছেন গিল ও সুদর্শন। এর আগে ২০২২ আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২১০ রানের অবিচ্ছিন্ন ওপেনিং জুটি গড়েছিলেন লোকেশ রাহুল ও কুইন্টন ডি কক।

সেঞ্চুরির পর উদ্‌যাপন গিলের। সুদর্শনও সেঞ্চুরি করেন
আইপিএল

তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারেই ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে চেন্নাই। ইনিংসের এই অর্ধেক পথ পর্যন্ত ৩ উইকেটে ৮৬ রান তুলেছে রুতুরাজ গায়কোয়াড়ের দল। চেন্নাইয়ের টপ অর্ডারে কেউ রান পাননি।

রাচিন রবীন্দ্র (১), আজিঙ্কা রাহানে (১) ও অধিনায়ক রুতুরাজ (০) দ্রুতই আউট হন। চতুর্থ উইকেটে মঈন আলী (৫৬) ও ড্যারিল মিচেলের (৬৩) জুটিতে উঠেছে ৫৭ বলে ১০৯ রান। চেন্নাইয়ের ২০ ওভার খেলার ভিত এই জুটি। শেষ দিকে ১১ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

আরও পড়ুন

এই জয়ে গুজরাটের প্লে অফে খেলার সম্ভাবনা গাণিতিকভাবে টিকে রইল। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের আটে উঠে এল গুজরাট। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ চেন্নাই।

সংক্ষিপ্ত স্কোর:

গুজরাট টাইটানস: ২০ ওভারে ২৩১/৩ (সুদর্শন ১০৩, গিল ১০৪, মিলার ১৬*, শাহরুখ ২; তুষার ২/৩৩, শার্দূল ০/২৫, স্যান্টনার ০/৩১)।

চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৯৬/৮ (মিচেল ৬৩, মঈন ৫৬, ধোনি ২৬*; মোহিত ৩/৩১, রশিদ ২/৩৮, উমেশ ১/২০)।

ফল: গুজরাট ৩৫ রানে জয়ী।