ইনজামামের হুমকির হ্যাটট্রিক
পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল–হক অনেক কিছু নিয়েই অসন্তুষ্ট। বিশেষ করে পাকিস্তানের ক্রিকেটে কিছু লোকবল নির্বাচন নিয়ে অনেক ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছেন তিনি। এর আগে দুবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পদত্যাগের হুমকি দিয়েছেন। এবার পদত্যাগের হুমকির হ্যাটট্রিকই করে ফেললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
এবার পাকিস্তানের ক্রিকেটে জুনিয়র পর্যায়ে কোচ নিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইনজামাম। সাবেক এই ব্যাটসম্যানকে পিসিবি প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেয় ৭ আগস্ট। নিয়োগ পাওয়ার এক মাসের মধ্যেই দুবার তিনি পদত্যাগের হুমকি দিয়েছিলেন।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আর এশিয়া কাপের দল নির্বাচনের পর তিনি পিসিবির কাছ থেকে কোনো চুক্তির প্রস্তাব পাননি। এটা তাঁকে খুব হতাশ করেছিল এবং তিনি পদত্যাগের হুমকি দেন। ওই সময় পিসিবির ম্যানেজমেন্ট কমিটির প্রধানের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।
ওই সময় ইনজামাম তিন বছরের চুক্তির জন্য ২৫ লাখ রুপি দাবি করেন। এতে পিসিবি রাজিও হয়। লাহোরে এশিয়া কাপের ম্যাচ চলাকালে আবার ইনজামাম অসন্তোষ প্রকাশ করেন। ক্রিকেটারদের বিদেশের লিগগুলোয় খেলার অনাপত্তিপত্র দেওয়ার ক্ষমতা তাঁর হাতে থাকার দাবি করেছিলেন ইনজামাম।