২ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জয়ের পর যা করেছে বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর ড্রেসিংরুমে বাংলাদেশ দলের বাঁধভাঙা উচ্ছ্বাস। সাকিবকে (সর্ব ডানে দাঁড়ানো) দেখে বোঝার উপায় নেই তাঁকে হত্যা মামলার আসামি করা হয়েছেফেসবুক

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে একটি প্রশ্ন ঘুরছে, ৩০ আগস্ট শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কী করবেন নাজমুল-মুশফিকরা? প্রশ্নটি মনের মধ্যে ঘুরপাক বেশি খাচ্ছে সিরিজটি দুই ম্যাচের বলেই।

পাকিস্তান সফরের আগে বাংলাদেশ এখন পর্যন্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ৬০টি। এর মধ্যে নয়টি সিরিজ ড্র করেছে, জিতেছে মাত্র তিনটিতে। যেকোনো বা যে কয় ম্যাচের সিরিজই হোক, যে দল সিরিজের প্রথম ম্যাচটি জিতে যায়, সে দল আত্মবিশ্বাসের দিক থেকে কিছুটা এগিয়েই থাকে। কিন্তু দুই ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকা বাংলাদেশ এর আগে কতটা সুবিধা নিতে পেরেছে?

আরও পড়ুন

দুই ম্যাচের সিরিজে যে তিনটি সিরিজ বাংলাদেশ জিতেছে, এর সব কটিতেই প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল। টেস্টে বাংলাদেশ প্রথম সিরিজ জেতে ২০০৫ সালে। দেশের মাটিতে ২ ম্যাচের সেই সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচটি করেছিল ড্র। এরপর ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-০ ব্যবধানে।

দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ সর্বশেষ জিতেছে ২০১৮ সালে। সেবার ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে বাংলাদেশ।

আরও পড়ুন
জয়ের পর সাদমানদের অভিনন্দন জানাচ্ছেন আফ্রিদিরা, রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ
এএফপি

বাংলাদেশ যে নয়টি দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছে, এর মধ্যে তিনটিতেই শুধু প্রথম ম্যাচে জয় পেয়েছিল। তবে তিনটি সিরিজই বাংলাদেশের জন্য স্মরণীয়। কারণ, সিরিজ তিনটির দুটি বাংলাদেশ খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে, একটিতে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।

২০১৭ সালে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচটি হেরেছে ৭ উইকেটে। ২০২২ সালে নিউজিল্যান্ডে প্রথম ম্যাচটি ৮ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচটি হেরেছিল ইনিংস ও ১১৭ রানে। আর গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে হারে ৪ উইকেটে।

আরও পড়ুন