আইসিসির ভারতকে সুবিধা দেওয়ার বিষয়ে ভনের করা মন্তব্যে হরভজনের খোঁচা
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জন্য সেমিফাইনালে গায়ানার উইকেট আগে থেকেই বরাদ্দ ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনেই উল্লেখ ছিল—ভারত যদি সেমিফাইনালে ওঠে, তাহলে তারা দ্বিতীয় সেমিফাইনাল খেলবে।
২৭ জুন সেই ম্যাচ হবে গায়ানায়। ক্যারিবীয় অঞ্চলের অন্যতম স্পিনবান্ধব উইকেট এটি। সে অনুযায়ী নিজেদের একাদশও সাজিয়েছে ভারত। বাড়তি স্পিনার হিসেবে সুযোগ পেয়েছিলেন অক্ষর প্যাটেল, যাঁর হাত ধরেই বার্বাডোজের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত।
এ নিয়ে ম্যাচ শুরুর আগে থেকেই ভারতকে খোঁচা দিচ্ছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। ইংল্যান্ডকে ৬৮ রানে হারানোর পর ভনের সেই খোঁচার জবাব দিয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভন লিখেছিলেন এভাবে, ‘ইংল্যান্ড যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিত, তাহলে ইংল্যান্ড ত্রিনিদাদে হওয়া সেমিফাইনাল খেলত এবং আমার বিশ্বাস, সেখানে তারা সে ম্যাচটি জিতত। অভিযোগ নেই, ইংল্যান্ডের পারফরম্যান্স যথেষ্ট ছিল না। ভেন্যু হিসেবে গায়ানা ভারতের জন্য দারুণ এক পছন্দ ছিল।’
ভারত পারফর্ম করেও দেখিয়ে দিয়েছে গায়ানার উইকেট তাদের জন্য দারুণ পছন্দই ছিল। আগে ব্যাটিং করে তারা করেছিল ১৭১ রান। এরপর ইংল্যান্ডের মতো দলকে গুটিয়ে দিয়েছে ১০৩ রানে। দুই স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর মিলে নিয়েছেন ৬ উইকেট।
এরপরও অবশ্য ভনের সমালোচনার জবাবে এক্সে ভনের টুইট শেয়ার করে হরভজন লেখেন, ‘কী কারণে আপনার মনে হলো, ভারতের জন্য গায়ানা ভালো ভেন্যু? দুই দল একই ভেন্যুতে খেলেছে। ইংল্যান্ড টস জিতেছে, সেটাই ছিল বাড়তি সুবিধা। নির্বোধের মতো কথা বলবেন না। সব বিভাগেই ভারত ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে। সত্যিটা মেনে নিন, সামনে তাকান এবং ফালতু কথা নিজের কাছেই রাখুন। ফালতু নয়, যৌক্তিক কথা বলুন।’
এ ছাড়া ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টেও ভারতকে সুবিধা দেওয়ার বিষয় নিয়ে কথা বলেছেন, ‘এটা তাদের (ভারত) টুর্নামেন্ট। তারা যেখানে চায়, সেখানে খেলছে। তারা জানে, তাদের সেমিফাইনাল ম্যাচ কোথায় হবে। তারা প্রতিটা ম্যাচ খেলছে সকালবেলা, যেন ভারতের দর্শকেরা রাতের বেলা টিভিতে খেলা দেখতে পারে।’
আইসিসির সূচি ভারতের জন্য অনেক সুবিধা করে দিয়েছে, সেটা মানছেন খোদ ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারও। তিনি বলেন,‘পরিষ্কার সুবিধা দেওয়া হয়েছে। রোহিতকে এটা মানতেই হবে। সে বলতে পারবে না যে এটা তাদের কাজটা সুবিধা করে দিচ্ছে না। ভারত নিশ্চয়ই তাদের দল সাজিয়েছে এটা মাথায় রেখে।’