২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ডি জর্জির সেঞ্চুরি, ভারতের বড় হার

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পর দক্ষিণ আফ্রিকার টনি ডি জর্জিএএফপি

১১৬ রানে অলআউট। ঘরের মাঠে যা ওয়ানডেতে সর্বনিম্ন। এরপর ৮ উইকেটে হার। দুদিন আগে জোহানেসবার্গের অনুষ্ঠিত প্রথম ওয়ানডেটা দক্ষিণ আফ্রিকা মনে রাখতে চাইবে না নিশ্চিত। তবে পরের ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল দলটি। আজ পোর্ট এলিজাবেথে ভারতকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকান বোলাররা ভারতকে অলআউট করে দেয় ২১১ রানে। ওপেনার টনি ডি জর্জির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে রানটা ৭.৩ ওভার হাতে রেখেই পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

২৬ বছর বয়সী ওপেনার এর আগে খেলা তিনটি ওয়ানডেতে সর্বোচ্চ ২৮ রান করেছিলেন এই সিরিজেরই প্রথম ম্যাচে। বাঁহাতি ব্যাটসম্যান আজ দলকে জিতিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১৯ রানে। ১২২ বলের ইনিংসে ৯টি চার ও ৬টি ছক্কা মেরেছেন রিজা হেনড্রিকসকে নিয়ে উদ্বোধনী জুটিতে ১৩০ রান করা ডি জর্জি। ৮১ বলে ৫২ রান করেছেন আগের ম্যাচে শূন্য রান করা হেনড্রিকস। তাঁর বিদায়ের পর উইকেটে আসা রেসি ফন ডার ডুসেন ৫১ বলে করেন ৩৬ রান।

এর আগে ভারতের ইনিংসে ফিফটি পেয়েছেন সাই সুদর্শন ও লোকেশ রাহুল। আগের ম্যাচে ওয়ানডে অভিষেকে ৫৫ রান করা তরুণ ওপেনার সুদর্শন আজ করেছেন ৬২ রান। ৮৩ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন ২২ বছর বয়সী এই বাঁহাতি। ৪৬ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসা অধিনায়ক রাহুল ৬৪ বলে করেন ৫৬ রান। সুদর্শনকে নিয়ে তৃতীয় উইকেটে ৬৮ রান যোগ করেন রাহুল।

৩ উইকেট নিয়েছেন নানদ্রে বার্গার
এএফপি

ভারতের আর কোনো ব্যাটসম্যান ২০ রানও করতে পারেননি। ফল, নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২১১ রানে অলআউট হওয়া। সুদর্শন ১১৪ রানে ফিরে যাওয়ার পর রাহুল টিকে ছিলেন ৩৬তম ওভার পর্যন্ত। দ্বিতীয় ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকান বাঁহাতি পেসার নানদ্রে বার্গারের তৃতীয় শিকার হয়ে রাহুল যখন ফেরেন ৩৫.৪ ওভারে ভারতের স্কোর ১৬৭/৫। এরপর আর ৪৪ রানই যোগ করতে পারে সফরকারীরা।

আরও পড়ুন

২৮ বছর বয়সী বার্গার ম্যাচের প্রথম ওভারে ফিরিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়কে। ১২তম ওভারে তিলক বর্মাকে আউট করে দ্বিতীয় উইকেট পান বার্গার। বাউন্সারে হুক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন বর্মা।

সিরিজের তৃতীয় ম্যাচ বৃহস্পতিবার।

আরও পড়ুন