দুর্নীতিবিরোধী ধারা ভেঙে নিষেধাজ্ঞার শঙ্কায় লঙ্কান স্পিনার জয়াবিক্রমা

লঙ্কান স্পিনার প্রবীণ জয়াবিক্রমাইনস্টাগ্রাম

শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন এই বাংলাদেশেই, ২০২২ সালে মিরপুর টেস্টে। সর্বশেষ ম্যাচটিও খেলেছেন একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রবীণ জয়াবিক্রমার সেটাই হয়ে থাকতে পারে শেষ আন্তর্জাতিক ম্যাচ। লঙ্কান এই বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ এনেছে আইসিসি। শিগগিরই তাঁকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধের ঘোষণা আসতে পারে।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আজ জানিয়েছে, ২৫ বছর বয়সী জয়াবিক্রমার বিরুদ্ধে সংস্থাটির দুর্নীতিবিরোধী বিভাগ দুটি ধারা ভঙ্গের অভিযোগ এনেছে। ধারা দুটি হলো ২.৪.৪ ও ২.৪.৭।

আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ফিক্সিংয়ের প্রস্তাব সম্পর্কে তথ্য দিতে এবং আরেকজন খেলোয়াড়কে প্রস্তাব দেওয়ার বিবরণ দিতে ব্যর্থ হয়েছেন জয়াবিক্রমা। এসবের সঙ্গে তাঁর বিরুদ্ধে ফিক্সিং–বিষয়ক কথপোকথন মুছে ফেলার অভিযোগও তোলা হয়েছে।

জয়াবিক্রমার বিরুদ্ধে ২.৪.৪ ধারায় আনা অভিযোগের একটি হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ফিক্সিং প্রস্তাবের বিশদ বিবরণ দিতে গড়িমসি করা এবং ব্যর্থ হওয়া। একই ধারায় দ্বিতীয় অভিযোগ হলো ২০২১ সালের এলপিএলে ফিক্সিং করার প্রস্তাব, একজন দুর্নীতিবাজের পক্ষ হয়ে আরেক খেলোয়াড়কে দেওয়ার বিস্তারিত তথ্য অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই দিতে ব্যর্থ হয়েছেন।

বড় শাস্তি হতে পারে জয়াবিক্রমার
বিসিসিআই

২.৪.৭ ধারায় আনা অভিযোগটি হলো দুর্নীতিতে জড়ানোর প্রস্তাব যেসব বার্তার মাধ্যমে দেওয়া হয়েছিল, সেসব মুছে ফেলে দুর্নীতিবিরোধী বিভাগের অনুসন্ধানে ব্যাঘাত ঘটিয়েছেন ও বাধা সৃষ্টি করেছেন।

এসব অভিযোগের জবাব দেওয়ার জন্য জয়াবিক্রমাকে ১৪ দিন সময় দিয়েছে আইসিসি, যা শুরু হয়েছে ৬ আগস্ট থেকে, শেষ হবে ২০ আগস্ট। এ সময়ের মধ্যে অভিযোগগুলোর ব্যাপারে আর কোনো মন্তব্য করবে না আইসিসি।

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি এলপিএলেরও ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগের সদুত্তর দিতে না পারলে ১.৭.৪.১ ও ১.৮.১ ধারায় জয়াবিক্রমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও আইসিসি এ ব্যাপারে সম্মত হয়েছে।

২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে পাল্লেকেলে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জয়াবিক্রমার। শ্রীলঙ্কার হয়ে তিন সংস্করণেই ৫টি ম্যাচ খেলা এই স্পিনার নিয়েছেন ৩২ উইকেট। লঙ্কানদের ২০২২ এশিয়া কাপজয়ী দলের সদস্যও তিনি।

২০২২ সালে শ্রীলঙ্কার হয়ে এশিয়া কাপ জেতেন জয়াবিক্রমা
ইনস্টাগ্রাম

জয়াবিক্রমার বিরুদ্ধে এলপিএলের যে আসরে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, সেই ২০২১ আসরে খেলেছেন জাফনা কিংসের হয়ে। শিরোপাজয়ী দলটির হয়ে যদিও খেলার সুযোগ পেয়েছেন মাত্র ১ ম্যাচ। এ বছরের এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলেছেন জয়াবিক্রমা।