বলছেন অশ্বিন, ‘যুক্তরাষ্ট্র দেখাচ্ছে, বাংলাদেশের ওপর কেন তারা ছড়ি ঘুরিয়েছে’

যুক্তরাষ্ট্র সিরিজের তৃতীয় ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়কযুক্তরাষ্ট্র ক্রিকেট

এক ইনিংসে যুক্তরাষ্ট্রের নায়ক বনে গেছেন অ্যারন জোন্স। ৪০ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলার পথে গড়েছেন অনেক রেকর্ড। কানাডার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে রেকর্ড রান তাড়া করে জিতিয়েছেন দলকে

তাঁর এই ইনিংসে কানাডার ১৯৫ রানের দেওয়া লক্ষ্য যুক্তরাষ্ট্র টপকে গেছে ১৪ বল বাকি থাকতেই। হাতে ছিল আরও ৭ উইকেট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁর এই ইনিংসের প্রশংসা করেছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। একই সঙ্গে তিনি বলতে চেয়েছেন, বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের সিরিজ জয় মোটেই ফ্লুক ছিল না!

অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলার পথে জোন্স আজ ছক্কা মেরেছেন ১০টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক ম্যাচে ১০টি ছক্কা মারার কীর্তি গড়েছেন তিনি। এর আগে এই কীর্তি ছিল ক্রিস গেইলের। ওয়েস্ট ইন্ডিয়ান সাবেক ব্যাটসম্যান এই কীর্তি গড়েছিলেন দুবার।

জোন্স আজ ফিফটি করেছেন ২২ বলে, যা টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের দ্রুততম। তাঁর ৯৪ রানের ইনিংসটি টি-টোয়েন্টি অভিষেকে দ্বিতীয় সর্বোচ্চ। এমন ইনিংস দেখে এক্সে অশ্বিন লিখেছেন, ‘অ্যারন জোন্স, যে সিয়াটল অরকাসের হয়ে খেলে, আজ বিশ্বকাপের প্রথম ম্যাচ রাঙাতে দারুণ ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের দেখাচ্ছে, বিশ্বকাপের আগে বাংলাদেশের ওপর কেন তারা ছড়ি ঘুরিয়েছে।’

আরও পড়ুন

বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলেছিল যুক্তরাষ্ট্র। তিন ম্যাচের মধ্যে প্রথম দুটি ম্যাচেই বাংলাদেশকে হারিয়েছিল তারা। যেটি ছিল টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে তাদের প্রথম সিরিজ জয়। এটা যে কোনো ফ্লুক ছিল না অশ্বিন সেটাই হয়তো বোঝাতে চেয়েছেন। ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর এক্সে লিখেছেন, ‘অ্যারন জোন্সের কী দারুণ ক্লিন হিটিং। একটা ইনিংসে ১০টি ছক্কা মারা অবিশ্বাস্য। দারুণ খেলেছ।’

মাচসেরা জোন্স
আইসিসি

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচসেরা জোন্স নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘ভাষায় প্রকাশ করা সহজ হবে না। দলকে জেতাতে পেরে খুশি। আমাদের যে ব্যাটিং লাইন আপ ছিল, আমরা জানতাম রান ২০০–এর নিচে থাকলে তাড়া করা সম্ভব। আমি আমার প্রক্রিয়া অনুসরণ করেছি, পাওয়ার হিটিং আমার পছন্দ। যখন দল চাপে থাকে, আমি ক্রিজে থাকতে চাই, এটা আমার সেরাটা বের করে আনে।’

ম্যাচ শেষে এক্সে তিনি লিখেছেন, ‘যখন আপনি বিশ্বাস করবেন, তখনই দারুণ কিছুই ঘটবে। প্রথম জয়টা পেয়ে দারুণ খুশি।’

আরও পড়ুন