শানাকাকে রান আউট না করে ‘আসল জয়ী’ রোহিত
দাসুন শানাকা তখন রান আউট হলে নিশ্চিত এ নিয়ে পক্ষে–বিপক্ষে বিতর্ক হতো। আলোচনায় আবারও উঠে আসত ‘মানকাডিং’ আউট। কিন্তু ভারতের অধিনায়ক রোহিত শর্মা সে পথে হাঁটেননি। খেলার সঠিক চেতনাটা ধরে রেখে শানাকাকে ড্রেসিংরুমে ফিরতে দেননি।
রোহিতের প্রশংসা করে শ্রীলঙ্কার কিংবদন্তি সনাথ জয়াসুরিয়ার টুইট, ‘রান আউট না করায় (ম্যাচে) আসল জয়ী রোহিত শর্মার খেলোয়াড়ি চেতনা। টুপি খুলে কুর্নিশ জানাই।’
ভারতের বিপক্ষে কাল গুয়াহাটিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে জিততে পারেনি শ্রীলঙ্কা। ভারতের ৩ উইকেটে ৩৭৩ রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ৩০৬ রানে থেমেছে লঙ্কানদের ইনিংস। ৬৭ রানের এ জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। জিততে না পারলেও শ্রীলঙ্কা কাল পুরো ৫০ ওভার খেলে শেষ পর্যন্ত লড়েছে।
সে জন্য শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার ৮৮ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংসের বড় অবদান। শ্রীলঙ্কার ইনিংসে শেষ ওভারে শানাকা ৯৮ রানে অপরাজিত থাকতে এ ঘটনা ঘটেছে। জয়ের জন্য ৩ বলে ৮৩ রান দরকার ছিল শ্রীলঙ্কার। তখন ভারতের পেসার মোহাম্মদ শামি বল করতে গিয়ে শানাকাকে ক্রিজের বাইরে দেখে ননস্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দেন।
সবাই হতবাক হয়ে গেলেও রোহিত শর্মা দ্রুত সিদ্ধান্ত নেন। ওদিকে মাঠে আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সিগন্যাল দিলেও ভারতের অধিনায়ক রান আউটের দাবি প্রত্যাহার করে শানাকাকে ক্রিজে ফিরিয়ে আনেন।
ম্যাচ শেষে রোহিত স্টার স্পোর্টসকে বলেছেন, ‘আমি জানি না, শামি কেন এটা করেছে। সে যখন আবেদন করল, শানাকা ৯৮ রানে অপরাজিত। দারুণ ব্যাট করছিল। আমরা তাকে ওভাবে আউট করতে পারি না। নিজেদের পরিকল্পনামতো ওকে আউট করতে চেয়েছিলাম। কিন্তু আমরা ওটার (মানকাডিং) কথা ভাবিনি। সে খুব ভালো খেলেছে।’