প্রায় ৫ বছর পর ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

সাকিব আল হাসানপ্রথম আলো

শেষ হলো ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের ১৭৩৯ দিনের রাজত্ব। বাংলাদেশের সাবেক অধিনায়ককে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী।

নবী সাকিবকে পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দিয়ে। সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন নবী। আফগান এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৪। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩১০। ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

টানা প্রায় ৫ বছর এক নম্বর অলরাউন্ডার ছিলেন সাকিব। ওয়ানডেতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে এতটা সময় টানা শীর্ষে থাকতে পারেননি অন্য কেউ।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন নবী
এএফপি

২০১৯ সালের ৭ মে রশিদ খানের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছিলেন সাকিব। আর সাকিবের কাছ থেকে জায়গা নিলেন আরেক আফগান নবী। চোটের কারণে বিশ্বকাপের পর সাকিব আর ওয়ানডে খেলেননি। খেলবেন না আগামী শ্রীলঙ্কা সিরিজেও।

৩৯ বছর ১ মাস বয়সে শীর্ষস্থানে উঠেছেন নবী, যা সবচেয়ে বেশি বয়সে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল তিলকরত্নে দিলশানের। শ্রীলঙ্কার ব্যাটিং-অলরাউন্ডার সর্বশেষ ১ নম্বর ছিলেন ২০১৫ সালের জুনে। সে সময়ে তাঁর বয়স ছিল ৩৮ বছর ৮ মাস।

আরও পড়ুন

ওয়ানডেতে বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন কেশব মহারাজ। ২ নম্বরে আছেন জশ হ্যাজলউড। তিনে আছেন অ্যাডাম জাম্পা। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ওয়ানডে ব্যাটসম্যানদের শীর্ষস্থানে আছেন পাকিস্তানের বাবর আজম। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২১০ রানের ইনিংস খেলে ১০ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন পাতুম নিশাঙ্কা। দ্বিতীয় ওয়ানডেতে ৯৭ রানের ইনিংস খেলে চারিত আসালাঙ্কা এগিয়েছেন ৫ ধাপ, আছেন ১৫ নম্বরে। সাদিরা সামারাবিক্রমা ৬ ধাপ এগিয়ে আছেন ৪১ নম্বরে।

টেস্টে ব্যাটসম্যানদের তালিকার ১ নম্বরে কেইন উইলিয়ামসন।
এএফপি

টেস্টে ব্যাটসম্যানদের তালিকার ১ নম্বরে কেইন উইলিয়ামসন। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৩। দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ান ওপেনার স্টিভ স্মিথের রেটিং পয়েন্ট ৮১৮। টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন যশপ্রীত বুমরা। গত সপ্তাহেই প্রথম ভারতীয় পেসার হিসেবে শীর্ষে উঠেছিলেন বুমরা। তাঁর রেটিং পয়েন্ট ৮৮১। নিউজিল্যান্ডের বিপক্ষে না খেললেও ২ নম্বরেই আছেন কাগিসো রাবাদা। টেস্টে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন