ওয়েস্ট ইন্ডিজ দলে কিংয়ের বদলি মায়ার্স

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পান কিংআইসিসি

সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটে হেরে যাওয়ার ম্যাচে পাঁজরের এক পাশে চোট পেয়েছিলেন ওপেনার ব্র্যান্ডন কিং। এই চোটই কাল হয়ে দাঁড়াল তাঁর জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন তিনি। তাঁর জায়গায় বাঁহাতি ওপেনার কাইল মায়ার্সকে দলে টেনেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ দলের সঙ্গে যোগ দেবেন মায়ার্স।

আরও পড়ুন

সেন্ট লুসিয়ায় গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১২ বলে ২৩ রানে ব্যাট করছিলেন কিং। এর মধ্যে রিস টপলিকে মারা ১০১ মিটারের ছক্কা ছিল। নিজের ইনিংসের ১৩তম বলে স্যাম কারেনকে ডাউন দ্য উইকেট এসে কাভারের ওপর দিয়ে মারতে গিয়ে পাঁজরের এক পাশে চোট পান। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কিং আর ব্যাট করতে পারেননি। রিটায়ার্ড আউট হয়ে ফিরতে হয় তাঁকে।

কাইল মায়ার্সকে দলে টেনেছে ওয়েস্ট ইন্ডিজ
এএফপি

ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিংয়ের সময় কিংয়ের জায়গায় মাঠে নেমেছিলেন শিমরন হেটমায়ার। এমআরআই স্ক্যান করানোর পর ফল পাওয়ার অপেক্ষায় আছেন কিং। আজ বার্বাডোজে সুপার এইটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে তিনি দলের সঙ্গে থাকলেও মাঠে নামতে পারেননি।

আরও পড়ুন

আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে ব্র্যান্ডন কিংয়ের বদলি হিসেবে বাঁহাতি ব্যাটসম্যান কাইল মায়ার্সকে নেওয়ার অনুমোদন দিয়েছে ছেলেদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইভেন্ট কারিগরি কমিটি। কিং পাঁজরে চোট পাওয়ার পর তাঁর বদলি হিসেবে ৩৭ টি-টোয়েন্টি খেলা মায়ার্সের নাম ঘোষণা করা হয়। শনিবার তিনি দলের সঙ্গে যোগ দেবেন।’

কিংয়ের অনুপস্থিতি ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কা। টি-টোয়েন্টিতে ২০২৩ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি রান তাঁর। ৪টি ফিফটিসহ ২৩ ইনিংসে ৬৫১ রান করেছেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ৫ ইনিংসে করেছেন ৮৬ রান, সর্বোচ্চ ৩৪ রান করেছেন পাপুয়া নিউগিনির বিপক্ষে।