আইসিসি অ্যাওয়ার্ডস ২০২৪: ওয়ানডে ও টি–টোয়েন্টির বর্ষসেরার লড়াইয়ে কারা

২০২৪ সালের সেরা ক্রিকেটার নির্বাচনের প্রক্রিয়া চলছেছবি: আইসিসি

শেষ হয়ে এসেছে আরেকটি বছর। চলছে বছরের সেরা ক্রিকেটার নির্বাচনের প্রক্রিয়া। আইসিসিও তাদের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচনের কাজ শুরু করেছে।

গতকাল বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের চারজনের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে আইসিসি। আজ দিয়েছে বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটার আর বর্ষসেরা পুরুষ ও নারী টি–টোয়েন্টি ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা।

বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটারের চার মনোনীত ক্রিকেটার শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই এবং ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড।

শ্রীলঙ্কার দুজন হাসারাঙ্গা ও মেন্ডিসের ২০২৪ সালটা কেটেছে দারুণ। হাসারাঙ্গা এ বছর ওয়ানডেতে ১৫.৬১ গড়ে ২৬ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮৭ রান করেছেন। মেন্ডিস ১৭ ইনিংস ব্যাটিং করে ৫৩ গড়ে করেছেন ৭৪২ রান।

আফগানিস্তানের আজমতউল্লাহ ১২ ইনিংস ব্যাটিং করে ৫২.১২ গড়ে ৪১৭ রান করার পাশাপাশি নিয়েছেন ৭ উইকেট। আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান রাদারফোর্ড ১০৬.২৫ গড় ও ১২০.০৫ স্ট্রাইক রেটে করেছেন ৪২৫ রান।

আরও পড়ুন

বর্ষসেরা পুরুষ টি–টোয়েন্টি ক্রিকেটারের চারজনের তালিকায় আছেন ভারতের পেসার অর্শদীপ সিং, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা এবং পাকিস্তান ও অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান বাবর আজম আর ট্রাভিস হেড।

তালিকাটি দেখে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, বাবর কীভাবে বর্ষসেরা টি–টোয়েন্টি খেলোয়াড়ের জন্য মনোনীত হন! বছরজুড়ে তো তাঁর ছন্দহীনতা নিয়েই বেশি কথা হয়েছে; কিন্তু পরিসংখ্যান বলছে অন্য কথা। ২০২৪ সালে ২৪টি আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ খেলে ৩৩.৫৪ গড়ে ৭৩৮ রান করেছেন পাকিস্তানের ব্যাটসম্যান। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৭৫ রানের।

ভারতের সব সংস্করণের সেরা বোলার যশপ্রীত বুমরা এ বছর টি–টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন বেছে বেছে। টি–টোয়েন্টিতে বুমরার অভাবটা মূলত পূরণ করেছেন অর্শদীপ। সেটা তাঁর পারফরম্যান্সেও স্পষ্ট। এ বছর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১৮ ম্যাচ খেলে ১৩.৫০ গড়ে ৩৬ উইকেট নিয়েছেন অর্শদীপ, সেরা বোলিং ৯ রানে ৪ উইকেট।

জিম্বাবুয়ের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার হতাশা থাকলেও বছরজুড়ে সিকান্দার রাজা ব্যাটে ও বলে ছিলেন দুর্দান্ত। ২৪ ম্যাচে ২৮.৬৫ গড়ে করেছেন ৫৭৩ রান। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ১৩৩ রানের। বল হাতে ২২.২৫ গড়ে ২৪ উইকেটও নিয়েছেন রাজা, সেরা বোলিং ১৮ রানে ৫ উইকেট।

মনোনীত চারজনের আরেকজন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এ বছর ১৫ ম্যাচ খেলে ৩৮.৫০ গড়ে করেছেন  ৫৩৯ রান। সর্বোচ্চ ইনিংস ৮০ রানের।

বর্ষসেরা নারী টি–টোয়েন্টি ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনীত চারজন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার, দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট ও আয়ারল্যান্ডের ওরলা প্রেন্ডারগাস্ট।

বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটারের তালিকায় আছেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস, পাকিস্তানের সাইম আইয়ুব ও ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ

সেরা নির্বাচিত করতে ভোট দিতে পারবেন বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীরা। এর জন্য আইসিসির ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। ভোট দেওয়া যাবে আগামী ১০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।