ঋষভ পন্তের ওপর রেগে গিয়ে টেলিভিশন ভাঙলেন উপস্থাপক

ইউটিউব চ্যানেলে সরাসরি অনুষ্ঠান চলার সময় টেলিভিশন ভাঙেন উপস্থাপক পঙ্কজছবি: ভিডিও থেকে নেওয়া

আইপিএল উপলক্ষে ইউটিউব চ্যানেল ‘স্পোর্টস তাক’–এ সরাসরি অনুষ্ঠান চলছিল। এমন সময় হঠাৎ তিনি মেজাজ হারিয়ে টেবিলে থাকা শক্ত কোনো বস্তু তুলে নিয়ে ছুঁড়ে মারেন পেছনে থাকা টেলিভিশনে। এতে স্ক্রিন ফুটো হয়ে টেলিভিশন বন্ধ হয়ে যায়।

এটুকুতেই ক্ষান্ত হননি। স্টুডিওর কাঁচের টেবিলেও ধাক্কা দেন। এতে টেবিলের সঙ্গে সাজিয়ে রাখা একটি ব্যাট মঞ্চ থেকে ছিটকে পড়ে। এ সময় তাঁকে শান্ত করার চেষ্টা করেন পাশে থাকা এক ব্যক্তি।

এমন অদ্ভুত কাণ্ড যিনি ঘটিয়েছেন, তিনি অনুষ্ঠানেরই উপস্থাপক! নাম তাঁর পঙ্কজ। গত রাতে সানরাইজার্স হায়দরাবাদ ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচ পরবর্তী আলোচনা অনুষ্ঠানে তাঁর মেজাজ হারানোর কারণ ঋষভ পন্তের হতশ্রী ব্যাটিং। অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তও উপস্থিত ছিলেন।

আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি রুপিতে পন্তকে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। অর্থের ঝনাঝনানির এই টি–টোয়েন্টি লিগের ইতিহাসে ভারতের উইকেটকিপার–ব্যাটসম্যানই সবচেয়ে দামি খেলোয়াড়। লক্ষ্ণৌর অধিনায়কও করা হয়েছে তাঁকে। কিন্তু রেকর্ড দামের চাপ ঠিকই টের পাচ্ছেন পন্ত। সবচেয়ে দামি হওয়ায় তাঁর কাছ থেকে সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি।

আরও পড়ুন

নিজের দিনে যেকোনো বোলিং আক্রমণকে গুঁড়িয়ে দিতে পারেন পন্ত। মাঠের সব পাশেই উদ্ভাবনী শট খেলে দর্শকদের বিনোদনও দিয়ে থাকেন। কিন্তু এ বছর তাঁকে ছন্দে দেখা যাচ্ছে না। গত সোমবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে লক্ষ্ণৌর জার্সিতে নিজের অভিষেক ম্যাচে ০ রানে আউট হন পন্ত। গুরুত্বপূর্ণ সময়ে স্টাম্পিংও মিস করেন। ম্যাচটা শেষ পর্যন্ত ১ উইকেটে হেরে যায় লক্ষ্ণৌ।

এবারের আইপিএলে রান তুলতে পন্তকে যেন সংগ্রাম করতে হচ্ছে
ছবি: এএফপি

গত রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লক্ষ্ণৌ অনায়াসে জিতলেও ব্যাট হাতে আবারও হতাশ করেন পন্ত। হার্শাল প্যাটেলের বলে উইকেট ছুঁড়ে আসার আগে করতে পারেন ১৫ বলে ১৫ রান। অথচ কাল তিনি ব্যাটিংয়ে নামার আগে লক্ষ্ণৌর জয়ের ভিত গড়ে দিয়ে যান নিকোলাস পুরান (২৬ বলে ৭০ রান)। ৮ উইকেট হাতে নিয়ে ৬৮ বলে দরকার ছিল ৭১ রান।

পুরোপুরি চাপমুক্ত থেকেও ব্যাটিংয়ে ব্যর্থ হওয়াতেই মূলত পন্তের ওপর বেজায় চটে যান উপস্থাপক পঙ্কজ। সেটার প্রতিক্রিয়া দেখান টেলিভিশন ভেঙে ও কাঁচের টেবিলটা প্রায় উল্টে ফেলে।

আরও পড়ুন

টেলিভিশনে শক্ত বস্তুটা ছুঁড়ে মারার আগে পন্তকে উদ্দেশ্য করে পঙ্কজ বলতে থাকেন, ‘আরে ভাই, তুমি আরও কতবার সুযোগ পেতে চাও? আইপিএল চলছে আর সে একের পর এক সুযোগ পেয়েই যাচ্ছে। কিন্তু আমি আপনাদের বলছি, সে কী করবে, তা আগেই বলে দেওয়া যায়। ওর ওপর আর ভরসা করা যায় না। সে কেমন অধিনায়ক? ওর মতো অধিনায়ক আমাদের দরকার নেই।’  

আইপিএলে ব্যাট হাতে প্রথম দুই ম্যাচেই ব্যর্থ পন্ত
ছবি: রয়টার্স

উপস্থাপক পঙ্কজের টেলিভিশন ভাঙার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এক নেটিজেন তাঁর আচরণকে ‘জঘন্য’ বলেছেন।

 অবশ্য পন্তের ব্যাটিং দেখে কারও চটে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টে বাজে শট খেলে আউট হওয়ার পর মেজাজ হারান সুনীল গাভাস্কার। ধারাভাষ্য দেওয়ার সময়েই ভারতীয় কিংবদন্তি পন্তকে তিনবার ‘স্টুপিড’ ডাকেন