৯৯ রানেই শেষ দক্ষিণ আফ্রিকা, হেসেখেলে জয় ভারতের

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথমটা জিতেছিল দক্ষিণ আফ্রিকা, পরেরটা ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ তৃতীয় ম্যাচটা তাই আক্ষরিক অর্থেই ছিল ফাইনাল। এমন একটা ম্যাচে কিনা দাঁড়াতেই পারল না দক্ষিণ আফ্রিকা! আসলে প্রোটিয়াদের দাঁড়াতে দেয়নি ভারত। দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৯৯ রানে অলআউট করে দিয়ে ম্যাচ আসলে ওখানেই শেষ করে দিয়েছিল ভারত। বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেটা সারতে ভারতের লেগেছে ১৯.১ ওভার, উইকেট গেছে ৩টি। ৭ উইকেটের জয়ে সিরিজও ২-১ ব্যবধানে জিতে নিয়েছে শিখর ধাওয়ানের দল।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা কোনো খেলোয়াড়ই ছিলেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ওয়ানডে সিরিজের দলে। তারপরেও সিরিজ জিতেছে ভারত, আজ প্রতিপক্ষকে অলআউট করেছে মাত্র ৯৯ রানে। ওয়ানডে ক্রিকেটে এ নিয়ে চতুর্থবার ১০০ রানের নিচে অলআউট হলো প্রোটিয়ারা—এ বছর দ্বিতীয়বার। গত জুলাই মাসেই ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৮৩ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে ওয়ানডেতে এটিই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর।

ম্যাচসেরা কুলদীপ যাদব
ছবি: এএফপি

দিল্লিতে আজ ভারতীয় স্পিনাররাই ধসিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব ১৮ রান দিয়ে নিয়েছেন মাত্র ৪ উইকেট। আরেক বাঁহাতি স্পিনার শাহবাজ আহমেদ ও অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর নিয়েছেন ২টি করে উইকেট। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্কের রান করেছেন মাত্র তিনজন। ওপেনার ইয়ানেমান ম্যালান করেছেন ২৭ বলে ১৫, পাঁচ নম্বরে নামা হাইনরিশ ক্লাসেন ৪২ বলে ৩৪, আর শেষ দিকে মার্কো ইয়ানসেন ১৯ বলে ১৪। সর্বোচ্চ জুটিটাই মাত্র ২৩ রানের—পঞ্চম উইকেটে ডেভিড মিলার ও ক্লাসেনের মধ্যে। তাড়া করতে নেমে ভারতের হয়ে ৫৭ বলে ৪৯ রান করেন শুবমান গিল, শ্রেয়াশ আইয়ার করেছেন ২৩ বলে অপরাজিত ২৮ রান।

ম্যাচসেরাও হয়েছেন কুলদীপ যাদব। ৩ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন তিনি—১৭.৬৬ গড়ে। ৩ ম্যাচে ২০.৮০ গড়ে ৫ উইকেট নিয়ে সিরিজসেরা মোহাম্মদ সিরাজ।

অধিনায়ক শিখর ধাওয়ানের সঙ্গে সিরিজ–সেরা মোহাম্মদ সিরাজ (ডানে)
ছবি: এএফপি

এ জয়ে আইসিসির ওয়ানডে সুপার লিগে আপাতত ভারতের অবস্থান ১২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। তবে স্বাগতিক হওয়ায় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এমনিতেই সরাসরি খেলবে ভারত। সুপার লিগে পয়েন্ট তালিকা নিয়ে ওদের কোনো দুশ্চিন্তা থাকার কথা না। দুশ্চিন্তায় আসলে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ১৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আপাতত ১১ নম্বরে। ১৩ দলের ওয়ানডে সুপার লিগ শেষে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলবে স্বাগতিক ভারতসহ শীর্ষে থাকা আরও ৭টি দল। বাকি দলগুলোকে বাছাইপর্ব খেলতে হবে, যেখানে থাকবে আইসিসির পাঁচটি সহযোগী সদস্য দলও। সেখান থেকে দুটি দল সুযোগ পাবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে।

১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে আপাতত বাংলাদেশ আছে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় চার নম্বরে।

আরও পড়ুন