হেড নাকি টেল—যে ‘চাপ’ টের পাচ্ছেন মোস্তাফিজের অধিনায়ক গায়কোয়াড়
মহেন্দ্র সিং ধোনির স্থলাভিষিক্ত হওয়ার ব্যাপারটি হালকা নয় মোটেও। মোস্তাফিজুর রহমানের এ মৌসুমের দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে ধোনি নামটি সমার্থক, আইপিএলে সবচেয়ে বেশি ২২৬টি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ডটিও তাঁর। আরেকটি রেকর্ডও আছে তাঁর। আইপিএলে সবচেয়ে বেশি ১১৯টি টস জেতা অধিনায়ক তিনিই।
এবার ধোনি থাকার পরও ভবিষ্যতের কথা ভেবে চেন্নাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে। ধোনির সেই টসে জেতার রেকর্ডটির কথা জানেন কি না, তা নিশ্চিত নয়; তবে ধোনির উত্তরসূরি হওয়ার ওই চাপের সঙ্গে আরেকটি চাপ টের পাচ্ছেন গায়কোয়াড়—টস না জেতার চাপ!
এ মৌসুমে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে চেন্নাই খেলছে তাদের অষ্টম ম্যাচ। তবে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজও বদলায়নি গায়কোয়াড়ের টস-ভাগ্য। আজও টসে হেরেছেন। এ নিয়ে ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই টসে হারলেন চেন্নাই অধিনায়ক।
লক্ষ্ণৌর লোকেশ রাহুলের কাছে আজ টস হারার পর সঞ্চালক ইয়ান বিশপ প্রশ্ন করেছিলেন, পরে ব্যাটিং করতে হবে—অনুভূতি কী। গায়কোয়াড় একটু হাসতে হাসতে বললেন, ‘নতুন কিছু না।’ এরপর নিজে থেকেই বললেন, ‘এটা নিয়ে আসলে কাজ করতে হবে আমার। ৭টি টস হারলাম।’
যেটির সঙ্গে ভাগ্য ব্যাপারটি বড়ভাবে জড়িয়ে, সম্ভাবনার হিসাবেও যেটি ‘ফিফটি-ফিফটি’, সেটি নিয়ে কাজ করার প্রক্রিয়াটি ঠিক সোজাসাপটা হওয়ার কথা নয়। অবশ্য গায়কোয়াড় প্রেরণা নিতে পারেন ইংল্যান্ডের নারী দলের অধিনায়ক হেদার নাইটের কাছ থেকে। ২০২১ সালে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে ইসিবির প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছিল, টস করতে নামার আগে ড্রেসিংরুমে একা একাই মুদ্রা নিক্ষেপ করে অনুশীলন করছিলেন নাইট।
গত মৌসুমে চ্যাম্পিয়ন চেন্নাই টসে জিতেছিল ১৬ ম্যাচের মধ্যে ১০টিতে। অবশ্য এই ১০ ম্যাচের মধ্যে ৪টিতেই হেরেছিল তারা।
গায়কোয়াড় এবার এখন পর্যন্ত একমাত্র টসটি জিতেছেন গত ৮ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। টসে জেতার দিক থেকে চেন্নাই স্বাভাবিকভাবেই আছে তলানিতে। এবার এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ বার করে টসে জিতেছে লক্ষ্ণৌসহ ৬টি দল। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ৩টি করে। তলানিতে চেন্নাইয়ের সঙ্গী ২টি টস জেতা গুজরাট টাইটানস। মজার ব্যাপার হলো, গায়কোয়াড়ের মতো গুজরাটের শুবমান গিলও দলকে এবারই প্রথম আইপিএলে পূর্ণ মেয়াদে নেতৃত্ব দিচ্ছেন।
চেন্নাই ও লক্ষ্ণৌর ম্যাচটি এবারের আইপিএলে ৩৭তম। এর আগে ৩৬টি ম্যাচের মধ্যে ২০টিতে জিতেছে টসে জেতা দল। আইপিএলে বেশির ভাগ ম্যাচই সন্ধ্যায় শুরু হয় বলে বিভিন্ন ভেন্যুতে শিশিরের প্রভাব থাকে। এ ম্যাচেও লক্ষ্ণৌ অধিনায়ক রাহুল যেমন বলেছেন, টসে জিতে ফিল্ডিং নেওয়ার একমাত্র কারণ বলা যায় ওই শিশিরের প্রভাবকেই। সেদিক থেকে গায়কোয়াড়ের টস না জেতা নিয়ে যথেষ্ট ভাবনার কারণ আছে।
অবশ্য দলীয় পারফরম্যান্সে চেন্নাই বেশ ভালো অবস্থানেই আছে। এ ম্যাচের আগে ৭ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকার চারে তারা। আজ ব্যাটিংয়ে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন গায়কোয়াড়। চেন্নাই ২০ ওভারে ৪ উইকেট তুলেছে ২১০ রান। গায়কোয়াড় অপরাজিত ছিলেন ৬০ বলে ১০৮ রান করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিং করতে নামেনি লক্ষ্ণৌ।