২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

হেলিকপ্টারে করে বিগ ব্যাশে ওয়ার্নার, মনে করালেন বিপিএলের রিজওয়ানকে

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নামার পর পাইলটের সঙ্গে ডেভিড ওয়ার্নারসিডনি থান্ডার

কদিন আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই (এসসিজি) টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন ডেভিড ওয়ার্নার। এবার সেখানেই ফিরলেন সদ্যই সাবেক অস্ট্রেলিয়ান টেস্ট ওপেনার। তবে তাঁর ফেরাটা হলো একটু আলাদাই। যেভাবে ঠিক ক্রিকেটাররা মাঠে আসেন না!

আজ স্থানীয় সময় বিকেল ৫টার একটু আগে ওয়ার্নার এসসিজিতে এসেছেন হেলিকপ্টারে করে। ভাইয়ের বিয়ে থেকে সরাসরি এসে এসসিজিতে নামেন তিনি। বিদায়ী টেস্টে যেখানে ‘থ্যাংকস ডেভ’ লেখা ছিল, ওয়ার্নারের হেলিকপ্টার এসে থামে সেখানেই। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নারও।

নেমে কারও উদ্দেশে হাত তুলতে দেখা যায় ওয়ার্নারকে। দুহাত তুলে একটু ভঙ্গিও করেন। তাঁর দিকে তাক করা ছিল অনেক ক্যামেরা। নামার পরপরই সেভেন ক্রিকেটের গ্রেগ ব্লিউয়েটকে সাক্ষাৎকারও দেন ওয়ার্নার। কেমন ভ্রমণ ছিল, এমন প্রশ্নের জবাবে ওয়ার্নার বলেন, ‘ভালো ছিল। দারুণ একটি দিনে ওপর থেকে সিডনিকে দেখলাম।’ বিয়ের অনুষ্ঠানের পোশাক কই, এমন আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না না, কাজে এসেছি। দলের কিট তাই। ভালো অনুষ্ঠান ছিল, ভাইয়ের বিয়েতে।’

সিডনি স্ম্যাশ নামে পরিচিত সিডনি থান্ডার ও সিডনি সিক্সার্সের ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় ৭-১৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২-১৫ মিনিট)। সিক্সার্সের হয়ে খেলবেন স্টিভেন স্মিথ। এ ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে আগেই। এ মৌসুমের আগে থান্ডারের সঙ্গে মোটা অঙ্কের চুক্তি করেন ওয়ার্নার। আজই মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামছেন তিনি।

আরও পড়ুন

ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে মাঠে এসে পৌঁছেছেন ওয়ার্নার। ভাইয়ের বিয়েতে থাকলেও বিবাহোত্তর যে সংবর্ধনা অনুষ্ঠান, ওয়ার্নার থাকতে পারছেন না সেটিতে। তবে সিডনিতে ফিরতে পেরে ভালো লাগছে জানিয়েছেন এমন, ‘বিশেষ মুহূর্ত ছিল গত সপ্তাহে ছেলেদের মধ্যে। দল গত ১৮ মাসে যা অর্জন করেছে, তার একটি উদ্‌যাপন ছিল। তবে আরও দুটি টেস্ট আছে, যা নিয়ে আমার কোনো চিন্তা করতে হবে না।’

ভাইয়ের বিয়েতে স্ত্রীর সঙ্গে ওয়ার্নার
ইনস্টাগ্রাম

বিগ ব্যাশে ৭ ম্যাচে মাত্র ১টি জয় পাওয়া থান্ডার এখন পয়েন্ট তালিকায় আছে ৭ নম্বরে। পরের রাউন্ডে যেতে গেলে শেষ ৩ ম্যাচ শুধু জিতলেই হবে না, অন্য ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। ওয়ার্নার অবশ্য আশাবাদী, ‘সিডনি ডাবল বরাবরই বিশেষ ইভেন্ট। দারুণ লড়াই হবে। পরের তিনটি ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার চেষ্টা করব।’

ব্লিউয়েট অবশ্য ‘মূল্যবান’ প্রশ্নটা করেছেন শেষে এসে। হেলিকপ্টারের বিলটি গেছে কার পকেট থেকে? এমন প্রশ্ন শুনে শুরুতে মজা করে ওয়ার্নার বলেন, ‘বিলটা আগে দেখতে হবে।’ তবে এরপরই যোগ করেন, ‘না, দেখুন, কথা দিয়েছিলাম, আর হেলিকপ্টারেই আসতে হতো। নিজের সেরাটি দিয়ে চেষ্টা করেছি (এখানে আসতে)। আশা করি, কিছু রান করতে পারব। না হলে….এটা আসলে বিগ ব্যাশের প্রতি শুধু নয়, অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রতি আমার কিছু ফিরিয়ে দেওয়া। দলকে পরের তিনটি ম্যাচ জেতাতে চেষ্টা করতে হবে।’

আরও পড়ুন

হেলিকপ্টারে করে টি-টোয়েন্টি লিগের ম্যাচে যাওয়া—অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন ঘটনাই। সামাজিক যোগাযোগমাধ্যমেও এমন প্রশ্ন ঘুরেফিরে আসছে।

বাংলাদেশে অবশ্য আগেই দেখা গেছে এমন। বিপিএলের সর্বশেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলতে নিউজিল্যান্ড থেকে ঢাকায় এসে পৌঁছে হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। সে দিনই ম্যাচও খেলেছিলেন তিনি। রিজওয়ানের হেলিকপ্টার অবশ্য ম্যাচের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ঠিক পাশেই মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অবতরণ করেছিল। ওয়ার্নার তো সরাসরি মাঠেই নেমে গেলেন!