পেরির আক্ষেপের পর সাদারল্যান্ডের উল্লাস আর অস্ট্রেলিয়ার ইতিহাস

সেঞ্চুরির পর অ্যানাবেল সাদারল্যান্ডরয়টার্স
মেয়েদের অ্যাশেজের একমাত্র টেস্টে নটিংহামে প্রথম ইনিংসে ৪৭৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। তবে এক ইনিংস পরই রেকর্ডবইয়ে বেশ ওলটপালট করেছে ট্রেন্ট ব্রিজ টেস্ট—
৪৭৩

মেয়েদের টেস্টের প্রথম ইনিংসে এখন এটিই সর্বোচ্চ স্কোর। অস্ট্রেলিয়া ভাঙল ৩৭ বছরের পুরোনো রেকর্ড। টেস্টের প্রথম ইনিংসে আগের সর্বোচ্চ স্কোর ছিল ভারতের, ১৯৮৬ সালে ব্ল্যাকপুলে ইংল্যান্ডের বিপক্ষে তারা ৯ উইকেটে ৪২৬ রান তুলে ঘোষণা করেছিল ইনিংস।

যেকোনো ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৭৩ রানের চেয়ে বড় স্কোর আছে ৫টি। সবার ওপরেও অস্ট্রেলিয়া। ১৯৯৮ সালে গিল্ডফোর্ডে ম্যাচের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ছিল ৫৬৯/৬ ডি.।

৯৯

এলিস পেরি আউট হয়েছেন ৯৯ রানে। মেয়েদের টেস্টে মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে ৯৯ রানে কাটা পড়লেন তিনি। সর্বশেষ নড়বড়ে নিরানব্বইয়ের শিকার হয়েছিলেন অস্ট্রেলিয়ারই জেস জোনাসেন। ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষেই।

১ রানের জন্য সেঞ্চুরি পাননি এলিস পেরি
রয়টার্স

আট বা এর পরে নেমে সেঞ্চুরি করে তৃতীয় ব্যাটার অ্যানাবেল সাদারল্যান্ড। এর আগে এমন কীর্তি আছে অস্ট্রেলিয়ারই কারেন প্রাইস ও শ্রীলঙ্কার চামারি সেনেবীরত্নার।

৯৫

নবম উইকেটে কিম গার্থকে নিয়ে ৯৫ রান যোগ করেন সাদারল্যান্ড। টেস্টে নবম উইকেটে এর চেয়ে বড় জুটি আছে চারটি, প্রথম ইনিংসে আছে মাত্র একটি।

৫/১২৯

দেশের মাটিতে কোনো টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া প্রথম ইংলিশ স্পিনার হলেন সোফি একলস্টোন। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বোলারের এটি ক্যারিয়ারসেরা বোলিং-ও।

৫ উইকেট নেওয়ার পর সোফি একলস্টোন
রয়টার্স
৪৬.২

প্রথম ইনিংসে একলস্টোনের করা ওভার। ৩৬ বছরের মধ্যে টেস্টে এক ইনিংসে কোনো ইংলিশ বোলার হিসেবে তিনিই সবচেয়ে বেশি বোলিং করলেন।