হাসান মাহমুদের প্রথম ৫ উইকেট, বাংলাদেশ আর সিলেটেরও অন্যরকম প্রথম

হাসান মাহমুদকে ৫ উইকেট পাওয়ার অভিনন্দন সাকিব আল হাসানেরছবি: শামসুল হক

বেশি দিন আগের কথা নয়। ২০২১ সালের জানুয়ারিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর ওয়ানডে অভিষেক। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতেই দুর্দান্ত বোলিং করে নিজের জাতটা চিনিয়েছিলেন হাসান মাহমুদ। ৬ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। ক্যারিয়ারের সপ্তম ইনিংসে এসে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পেয়েছেন বাংলাদেশের পেসার।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হাসানের দিনে ‘প্রথম’ ঘটনা আরও কয়েকটি আছে—

ইবাদত হোসেন নিয়েছেন ২ উইকেট
ছবি: প্রথম আলো

১৩

আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের ৫ উইকেট নিয়ে হাসানের ওয়ানডে উইকেট এখন ১৩টি।

সিলেটে এই প্রথমবারের মতো কোনো পেসার ৫ উইকেট পেয়েছেন।

আরও পড়ুন

বাংলাদেশের নবম পেসার হিসেবে ওয়ানডেতে ইনিংসে ৫ উইকেট পেলেন হাসান। এর আগে ৫ উইকেটের দেখা পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আবু জায়েদ, আফতাব আহমেদ, ফরহাদ রেজা, রুবেল হোসেন, জিয়াউর রহমান।

আয়ারল্যান্ডের ১০ উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসাররা
ছবি: প্রথম আলো

প্রথম

এই প্রথম ওয়ানডেতে এক ম্যাচে প্রতিপক্ষের ১০ উইকেট নিয়েছে বাংলাদেশের পেস বোলাররা।

ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম ইনিংসে এসে প্রথম ৫ উইকেটের দেখা পেয়েছেন হাসান মাহমুদ। তাসকিন ও মোস্তাফিজ ৫ উইকেট পেয়েছিলেন অভিষেক ম্যাচেই।

আরও পড়ুন