নাহিদ রানাকে সামলাতে অনুশীলন ক্যাম্পে যাঁর শরণাপন্ন ভারত

বাংলাদেশের পেসার নাহিদ রানাপ্রথম আলো

বাংলাদেশের পেস আক্রমণ আগের মতো নির্বিষ আর নেই! তাসকিন আহমেদ, নাহিদ রানা, খালেদ আহমেদ, হাসান মাহমুদ—ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে পেস বোলার আছেন এই চারজন। এঁদের মধ্যে নাহিদ রানাকে নিয়েই হয়তো একটু বেশি ভাবছে ভারত দল।

নাহিদ রানাকে নিয়ে ভাবার কারণও আছে—এমনিতেই ৬ ফুট ২ ইঞ্চির বেশি লম্বা তিনি। এর ওপর তাঁর অ্যাকশনটাও হাই আর্ম। তা ছাড়া ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই ঘণ্টায় ১৪০ কিলোমিটারের ওপরে বল করেন নাহিদ রানা। কখনো কখনো তা ১৫০-এর আশপাশে পৌঁছায়।

ভারতের অনুশীলন ক্যাম্পে ডাকা হয়েছে পাঞ্জাবের পেসার গুরনুর ব্রারকে
এক্স

পাকিস্তানে দুই টেস্টের সিরিজে সফলও ছিলেন নাহিদ রানা। দুই টেস্ট মিলিয়ে নিয়েছেন ৬ উইকেট। এর মধ্যে দ্বিতীয় টেস্টে নিয়েছেন ৫টি। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে নাহিদ রানাকে নিয়ে ভাবছে ভারতের টিম ম্যানেজমেন্ট।

এই ভাবনার অংশ হিসেবে চেন্নাইয়ে চার দিনের অনুশীলন ক্যাম্পে নাহিদ রানার মতো একজন পেসারকে ডাকা হয়েছে। গুরনুর ব্রার নামে পাঞ্জাবের সেই পেসারের উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি, তাঁর অ্যাকশনও নাহিদ রানার মতো।

আরও পড়ুন

এর আগে বাংলাদেশের স্পিনারদের সামলাতে ভারত দল চেন্নাইয়ের অনুশীলন ক্যাম্পে ডেকেছে মুম্বাইয়ের স্পিনার হিমাংশু সিংকে। হিমাংশুর বোলিং অ্যাকশন অনেকটাই ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মতো।

আরও পড়ুন