১৪৮ রানের লক্ষ্য। যারা ভাবছিলেন সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে সহজ জয়ই পেতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা তাঁরা নিশ্চয়ই এতক্ষণে মত বদলে ফেলেছেন! দক্ষিণ আফ্রিকা জন্য কাজটা যে এখন মোটেই সহজ নেই। রান তাড়া করতে নেমে খুররম শেহজাদ ও মোহাম্মদ আব্বাসের তোপের মুখে পড়েছে দলটি। ১৯ রানেই ৩ উইকেট হারানো দলটি তৃতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ২৭ রান তুলে।
যার অর্থ, আগামীকাল প্রথম টেস্টের চতুর্থ দিনে ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার দরকার ১২১ রান, পাকিস্তানের ৭ উইকেট। সুপারস্পোর্ট পার্কে রোমাঞ্চকর এক দিনের আশা করাই তো যায়।
পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ২৩৭ রানে অলআউট করার পর রান তাড়ায় নামা দক্ষিণ আফ্রিকা চতুর্থ ওভারেই হারায় প্রথম উইকেট। পাকিস্তানি পেসার আব্বাস এলবিডব্লু করে দেন টনি ডি জর্জিকে। রিভিউ নিয়েই বাঁচতে পারেননি ২ রান করা ডি জর্জি। পরের ওভারেই খুররম শেহজাদ এলবিডব্লু করে দেন রায়ান রিকেলটনকে (০)। এবার রিভিউ নিয়ে উইকেটটি পায় পাকিস্তানিরা।
তিন ওভার পর ট্রিস্টাস স্টাবসকে ফিরিয়ে দলকে তৃতীয় উইকেট এনে দেন তিন বছর দলে ফেরা আব্বাস। এবারও এলবিডব্ল, ব্যাটসম্যানের নাম ট্রিস্টান স্টাবস (১)। এই উইকেটটিও রিভিউ নিয়েই পেয়েছে পাকিস্তান।
দ্রুতই ৩ উইকেট হারালেও দক্ষিণ আফ্রিকার বড় ভরসা হয়ে টিকে আছেন এইডেন মার্করাম। প্রথম ইনিংসে ৮৯ রান করা ওপেনার স্বাচ্ছন্দ্যেই ব্যাট করছিলেন আলোকস্বল্পতায় আগেভাগে বন্ধ হয়ে যাওয়া দিনে। প্রোটিয়াদের ২৭ রানের ২২-ই এসেছে তাঁর ব্যাট থেকে।
এর আগে ৩ উইকেটে ৮৮ নিয়ে দিন শুরু করা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে যোগ করে আরও ১৪৯ রান। দলটির হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেছেন সৌদ শাকিল এ ছাড়া ঠিক ৫০ রান করে আউট হয়েছেন শাকিলের সঙ্গে চতুর্থ উইকেটে ৭৯ রান যোগ করা বাবর আজম। বাবর ও শাকিল, দুজনকেই ফিরিয়েছেন মার্কো ইয়ানসেন। শাকিল ফিরেছেন নবম ব্যাটসম্যান হিসেবে দলীয় ২৩৬ রানে। তাঁকে ফিরিয়েই ইনিংসে ষষ্ঠ উইকেট পেয়েছেন ইয়ানসেন। ১৬ টেস্টের ক্যারিয়ারে তৃতীয়বার ইনিংসে ৫ উইকেট পেলেন দীর্ঘদেহী এই পেস-বোলিং অলরাউন্ডার। গত মাসে ডারবানে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া ইয়ানসেন সর্বশেষ তিন টেস্ট পেলেন ২১ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২১১ ও ৫৯.৪ ওভারে ২৩৭ (শাকিল ৮৪, বাবর ৫০, মাসুদ ২৮, সাইম ২৭; ইয়ানসেন ৬/৫২, রাবাদা ২/৬৮)।
দক্ষিণ আফ্রিকা: ৩০১ ও ৯ ওভারে ২৭/৩ (মার্করাম ২২*; আব্বাস ২/৩, খুররম ১/২২)।
(তৃতীয় দিন শেষে)