কর্নওয়ালের ম্যাচে সাকিবের ১ উইকেট ও ১ রান
ম্যাচটি শেষ পর্যন্ত রাকিম কর্নওয়ালেরই। প্রভিডেন্সে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম কোয়ালিফায়ারে তিনি খেলেছেন ৫৪ বলে ৯১ রানের ইনিংস, মেরেছেন ১১টি ছক্কা। এর পর ম্যাচটা কর্নওয়ালের না বলে উপায় আছে! তাঁর সৌজন্যে ৫ উইকেটে ১৯৫ রান তোলা বার্বাডোজ রয়্যালস শেষ পর্যন্ত সাকিব আল হাসানের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়েছে ৮৭ রানের বিশাল ব্যবধানে।
কর্নওয়াল শেষ পর্যন্ত আউট হয়েছেন সাকিবের বলেই। ৩ ওভারে ২২ রান দিয়ে ওই উইকেট নেন সাকিব। পরে চারে নেমে ২ বল খেলে ১ রান করে ফিরেছেন সাকিব। আগের দুই ম্যাচে ম্যাচসেরা হওয়া সাকিব এবার তাই থাকলেন নিস্প্রভই। ফাইনালে যাওয়ার জন্য অবশ্য সাকিবদের গায়ানা সুযোগ পাবে আরেকটি। আজ ভোরে এলিমিনেটরে মুখোমুখি হওয়া জ্যামাইকা তালাওয়াস ও সেন্ট লুসিয়া কিংসের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে।
টসে জিতে গায়ানা নিয়েছিল ফিল্ডিং। কাইল মেয়ার্স ও কর্নওয়ালের ওপেনিং জুটিতেই ওঠে ৫৪ রান। তিনে নামা আইরিশ ক্রিকেটার হ্যারি টেক্টরও ফেরেন দ্রুতই। তৃতীয় উইকেটে আজম খানের সঙ্গে কর্নওয়ালের জুটিতে ওঠে ৫১ বলে ৯০ রান। আজম ফেরেন ৩৫ বলে ৫২ রান করে। কর্নওয়াল তাঁর ইনিংসে ২টি চারের সঙ্গে মারেন ১১টি ছক্কা। সিপিএলের এক ইনিংসে যৌথভাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
রান তাড়ায় প্রথম ওভারেই ফেরেন আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি গায়ানা। চারে নেমে র্যামন সিমন্ডসের বলে এলবিডব্লু হন সাকিব। পাঁচে নামা অধিনায়ক শিমরন হেটমায়ারের ২৯ বলে ৩৭ রান ছাড়া বলার মতো তেমন কিছুই নেই গায়ানার ইনিংসে।
১৭ রানে ৩ উইকেট নিয়েছেন সিমন্ডস, ২১ রানে ২টি নিয়েছেন মুজিব উর রহমান। তবে ২ উইকেট নিতে মাত্র ১০ রান খরচ করেছেন কর্নওয়াল। ম্যাচটি তো শেষ পর্যন্ত তাঁরই।