আইরিশদের হারিয়ে কানাডার ইতিহাস
জয়ের জন্য আয়ারল্যান্ডের শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। দুই থিতু ব্যাটসম্যান জর্জ ডকরেল ও মার্ক অ্যাডাইর তখন ক্রিজে। কিন্তু কানাডার জেরেমি গর্ডনের করা শেষ ওভারে এল মাত্র ৪ রান।
কানাডার ৭ উইকেটে ১৩৭ রানের জবাবে আইরিশদের ইনিংস থামে ৭ উইকেটে ১২৫ রানে। ১২ রানের স্মরণীয় জয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার প্রথম। এ নিয়ে তৃতীয়বার কোনো টেস্ট খেলুড়ে দলকে হারাল কানাডা। আগে এই আয়ারল্যান্ডকেই দুবার হারিয়েছে কানাডা।
রান তাড়ার শুরুতেই কানাডার বোলিংয়ে তালগোল পাকিয়ে বসে আয়ারল্যান্ড। ৫৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে আইরিশরা। সেখান থেকে ৪১ বলে ৬২ রানের জুটি গড়ে আইরিশদের প্রতিযোগিতায় ফেরায় ডকরেল-অ্যাডাইর জুটি। কিন্তু শেষ পর্যন্ত কানাডার ডেথ ওভারের বোলিংয়ে কোনো জবাব খুঁজে পাননি দুই আইরিশ লোয়ার অর্ডার ব্যাটসম্যান। ডকরেল ২৩ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন, অ্যাডাইরের ৩৪ রান আসে ২৪ বলে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করে কানাডা। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও কানাডার শুরুটা ভালো হয়নি। বিশ্বকাপের আলোচিত নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এ ম্যাচে টসে জিতে প্রত্যাশিতভাবেই বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।
এ মাঠে আগের দুই ম্যাচের মতো কালও ইনিংসের শুরুতে আইরিশ বোলাররা দাপট দেখিয়েছেন। ৫৪ রানেই কানাডার ৪ উইকেট তুলে নেয় পল স্টার্লিংয়ের দল। তবে শুরুর ধাক্কা সামলে নিয়ে কানাডাকে ৭ উইকেটে ১৩৭ রানে নিয়ে যান নিকোলাস কার্টন ও শ্রেয়াস মোভা।
কানাডার দুই ওপেনার অ্যারন জনসন ও নবনীত ঢালিওয়াল ইনিংসের শুরুটা করেছেন মন্থর গতিতে, ইনিংসও বড় হয়নি। নবনীত ৬ রান করে আউট হয়েছেন, জনসন করেছেন ১৪ রান। পরগাত সিং ১৮ রান করে কানাডার রানটাকে কিছুটা বাড়িয়ে নেন। চারে নামা দিলপ্রীত বাজওয়া আউট হওয়ার আগে করেছেন ৭ রান।
সেখান থেকে মোভা ও কার্টন জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন। দুজন মিলে যোগ করেন ৬৩ বলে ৭৫ রান। কার্টন ৩টি চার ও ২টি ছক্কায় ৪৯ রান করেছেন, মোভার ব্যাট থেকে আসে ৩৭ রান। আয়ারল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ক্রেগ ইয়ং ও ব্যারি ম্যাকার্থি।
সংক্ষিপ্ত স্কোর
কানাডা: ২০ ওভারে ১৩৭/৭ (কার্টন ৪৯, মোভা ৩৭; ইয়াং ৪-০-৩২-০, ম্যাকার্থি ৪-০-২৪-২)।
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১২৫/৭ (অ্যাডাইর ৩৪, ডকরেল ৩০*; গর্ডন ৪-০-১৬-২, হেইলিগার ৪-০-১৮-২)
ফল: কানাডা ১২ রানে জয়ী
ম্যাচসেরা: নিকোলাস কার্টন