বাংলাদেশ সিরিজে খেলতে চান শাহিন আফ্রিদি

পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন আফ্রিদিইনস্টাগ্রাম

শাহিন শাহ আফ্রিদি মাঠে নেই, তবে খবরের শিরোনামে আছেন। কোচ ও ম্যানেজমেন্টের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে আফ্রিদিকে বাংলাদেশ সিরিজ থেকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল পাকিস্তানের সংবাদমাধ্যম। এ ছাড়া টেস্ট দলের কোচ জেসন গিলেস্পিও আফ্রিদিকে বিশ্রাম দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

তবে পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বাংলাদেশ সিরিজ খেলার ইচ্ছার কথা নিজেই জানিয়েছেন আফ্রিদি। বাংলাদেশ সিরিজের জন্য ৬ আগস্ট শুরু হবে পাকিস্তানের প্রস্তুতি ক্যাম্প। সেই ক্যাম্পে এখন আফ্রিদির থাকার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে জিও নিউজ।

সম্প্রতি করাচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেসন গিলেস্পি বলেন, ‘শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ সব সংস্করণ খেলে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অংশ নেয়। তারা সব ম্যাচ খেলতে পারে না। আমরা কম গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের বিশ্রাম দেওয়ার চেষ্টা করব।’

দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে
এএফপি

এখন দেখা যাক আফ্রিদি বাংলাদেশ সিরিজে থাকেন কি না। বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে, পরেরটি ৩০ আগস্ট করাচিতে।

আরও পড়ুন

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। দলের মধ্যেও শোনা গেছে নানা কোন্দল। আফ্রিদিকে নিয়েই বিশ্বকাপের পর বিতর্ক হচ্ছে বেশি। বিশেষ করে কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে  দুর্ব্যবহার করার অভিযোগে। দলের তিন সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম ও আফ্রিদির সম্পর্ক নাকি এখন তলানিতে।

জিও নিউজ জানিয়েছে সেই সমস্যা সমাধানে এখন এগিয়ে আসছেন পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক। সেই দুই অধিনায়কের নাম প্রকাশ না করে এই তথ্য দিয়েছে জিও নিউজ। আফ্রিদি দেশে ফিরলে শিগগিরই এই তিন ক্রিকেটারকে নিয়ে বসার কথা শোনা যাচ্ছে।

আরও পড়ুন