অধিনায়ক বাবরের যত ভুল ধরলেন আকরাম–মঈনরা

বাবর আজমএএফপি

পাকিস্তানের হারে আরও একবার কাঠগড়ায় অধিনায়ক বাবর আজম। এটা অবশ্য নতুন নয়। বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে আগেও। অধিনায়ক হিসেবে তাঁর কৌশল আক্রমণাত্মক নয়, এমন অভিযোগ তাঁর অধিনায়কত্ব ক্যারিয়ারের শুরু থেকেই। গতকাল আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটের হারের পর আরও একবার সেই পুরোনো প্রশ্নগুলোই উঠেছে।

বিশ্বকাপে পাকিস্তানের স্পোর্টস চ্যানেল ‘এ স্পোর্টস’-এর অনুষ্ঠান ‘দ্য প্যাভিলিয়ন’-এ চার বিশেষজ্ঞ বাবরের সমালোচনা করেছেন। সে অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন কিংবদন্তি ওয়াসিম আকরাম, সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক, সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান মঈন খান ও অলরাউন্ডার শোয়েব মালিক।

আরও পড়ুন

আলোচনার শুরুটা হয় মঈন খানকে দিয়ে। বাবর অধিনায়ক হিসেবে সময়ের সঙ্গে কিছুই শিখছেন না বলে দাবি করেন মঈন, ‘গত চার বছরে চারটা বড় টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছে। দেখে মনে হচ্ছে না, সময়ের সঙ্গে সঙ্গে বাবর শিখছে। যখন উইকেট দরকার, তখন ফিল্ডারদের সে আরও কাছে নিয়ে আসে না। অধিনায়ক হিসেবে তো এটুকু কৌশল আপনার থাকতে হবে।’

গতকাল জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল ৩০ বলে ৩০ রান, হাতে ৮ উইকেট। স্বাভাবিকভাবেই ম্যাচে তখন এগিয়ে ছিল আফগানিস্তান। এমন অবস্থাতেও শাহিন শাহ আফ্রিদি, হাসান আলীর হাতে বল তুলে না দিয়ে বাবর বল করিয়েছেন স্পিনার উসামা মিরকে দিয়ে। এই লেগ স্পিনার ওই ওভারে খরচ করেন ১১ রান। এতে ম্যাচে ফেরার পথ একেবারেই বন্ধ হয়ে যায় পাকিস্তানের।

বাবরের এই সিদ্ধান্ত পছন্দ হয়নি আকরামের, ‘যখন ৫ ওভার বাকি, তখন ২ ওভার শাহিনের, ২ ওভার হারিসের ও ১ ওভার হাসানের ছিল। আমরা উসামা মিরকে বোলিং দিলাম, সে দিল ১১ রান। কেন?’

আরও পড়ুন

পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ বাবরের কয়েকটি ভুল নিয়ে আলাদা করে কথা বলছেন। কেন পাওয়ার প্লেতে ভিন্ন কিছু ভাবছেন না পাকিস্তান অধিনায়ক, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

উসামা মির
ছবি: এএফপি

মিসবাহ বলেছেন, ‘যখনই পাওয়ার প্লেতে হারিস রউফ বোলিংয়ে আসে, প্রথম ওভারে ১৮-২০ রান হয়ে যায়। আগের ম্যাচে এ নিয়ে কথা বলছিলাম, এমন পরিস্থিতিতে যেটা নিউজিল্যান্ড করে, অষ্টম বা নবম ওভার মিচেল স্যান্টনারকে দিয়ে করায়। এটা একটা আক্রমণাত্মক কৌশল। এই ঝুঁকি থেকে আপনি উইকেটও পেতে পারেন। এমনটা করলে হারিসের জন্য ভালো হতো। চারজন ফিল্ডার ৩০ গজের বাইরে রেখে বোলিং করতে পারত।’

কেন পাওয়ার প্লেতে হারিসকে বল দিলেন বাবর?
ছবি: এএফপি

মিসবাহ আরও যোগ করেন, ‘আজ আমরা পাওয়ার প্লেতে হারিসকে দুই ওভার করালাম। প্রথম ওভারেই ১৭ রান দিল। আর গুরবাজ ও ইব্রাহিম পেস পছন্দ করে। শুরুর দিকে স্পিন বোলাররা স্ট্যাম্প বরাবর বল করলে সুযোগের সম্ভাবনা থাকে।’
মিসবাহর কথা থামিয়ে মালিক প্রশ্ন করেন, কেন সৌদ শাকিলকে বোলিং করানো হচ্ছে না, ‘বুঝলাম হারিসকে ১০ ওভারের পর বোলিংয়ের আনতে হবে। কিন্তু স্পিনাররাও তো ছন্দে নেই। আর আপনি ভিন্ন কিছুও ভাবছেন না? সৌদ শাকিলকে কেন বোলিং করানো হচ্ছে না?’

শুক্রবার চেন্নাইয়ে নিজেদের পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান।

আরও পড়ুন