কোহলির ফেরার দিনে ভারতের নায়ক অক্ষর-দুবে-জয়সোয়াল
অক্ষর প্যাটেল ও অর্শদীপ সিংয়ের দারুণ বোলিংয়ের পর যশস্বী জয়সোয়াল ও শিবম দুবের জোড়া অর্ধশতকে ইন্দোরে সহজ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতেছে ভারত। ইন্দোরে তিনে নামা গুলবদিন নাইবের ৩৫ বলে ৫৭ রানের ইনিংসে আফগানিস্তান তুলেছিল ১৭২ রান, কিন্তু ভারত সেটি পেরিয়ে গেছে ২৬ বল ও ৬ উইকেট বাকি রেখেই।
এ ম্যাচে আলাদা করে নজর ছিল ২০২২ সালের নভেম্বরের পর আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরা বিরাট কোহলির দিকে। তিনে নেমে ৫ চারে ১৬ বলে ২৯ রানের ইনিংস খেলেছেন কোহলি। প্রথম ওভারে নেমেছিলেন, আউট হয়েছেন পাওয়ারপ্লের শেষ ওভারে—নাভিন-উল-হককে তুলে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে।
কোহলি নেমেছিলেন রোহিত শর্মা আউট হওয়ার পর। কোহলির মতো দীর্ঘ বিরতি দিয়ে ফিরে আগের ম্যাচে ২ বল খেলে রানআউট হয়ে ফিরেছিলেন ভারত অধিনায়ক। প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে আজ ১৫০তম ম্যাচ খেলতে নেমে রোহিত পেয়েছেন ‘গোল্ডেন ডাক’।
তাতে অবশ্য ভারতের সমস্যা হয়নি। পাওয়ারপ্লেতে ২ উইকেট হারালেও ৬৯ রান তুলে শক্ত এক ভিত পায় তারা কোহলি ও জয়সোয়ালের ঝোড়ো ব্যাটিংয়ে। কোহলি ফিরলেও তৃতীয় উইকেটে দুবের সঙ্গে ৪২ বলে ৯২ রানের ইনিংসে আফগানিস্তানকে লড়াই থেকে ছিটকে দেন জয়সোয়াল। জয় থেকে ১৯ রান দূরে থাকতে করিম জানাতের বলে ক্যাচ দিয়ে তিনি থামেন ৩৪ বলে ৬৮ রান করে, তাতে ছিল ৫টি চার ও ৬টি ছক্কা।
জানাতের সে ওভারে থামেন জিতেশ শর্মাও, তবে রিংকু সিংকে নিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন দুবে। ৩২ বলে ৬৩ রানে অপরাজিত ছিলেন তিনি, ইনিংসে ৫টি চারের সঙ্গে মারেন ৪টি ছক্কা। এ নিয়ে টানা দুটি ম্যাচে ৬০-পেরোনো ইনিংস খেললেন দুবে।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের ইনিংসের হাইলাইটস ছিল নাইবের ইনিংস। এর আগে তাঁর ক্যারিয়ারের একমাত্র অর্ধশতক এসেছিল এ পজিশনেই। আজ তৃতীয় ওভারে রহমানউল্লাহ গুরবাজ ফেরার পর নেমে ক্যারিয়ার-সর্বোচ্চ ইনিংস খেলেন তিনি। গুরবাজের পর ইব্রাহিম ফিরলেও নাইবের ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে আফগানিস্তান তোলে ৫৮ রান।
পাওয়ারপ্লের পরও নাইব আক্রমণ চালান ঠিকই, কিন্তু অক্ষর প্যাটেলের বিপক্ষে সুবিধা করতে পারেননি। সে সময় আফগানদের রানের গতি কমে আসে অক্ষরের বোলিংয়েই। ১২তম ওভারে কোটা পূর্ণ করেন এ বাঁহাতি স্পিনার, ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। শেষ করার আগে নাইবকেও থামান তিনি।
নাইব ফেরার পর বড় ছন্দপতন হয় আফগানিস্তানের। ডেথ ওভারে মুজিব উর রেহমান ও করিম জানাতের ২০-পেরোনো দুটি ক্যামিওতে ১৭০ পেরোয় আফগানিস্তান। ৩২ রানে ৩ উইকেট নেন অর্শদীপ, খরুচে রবি বিষ্ণয় ৩৯ রান দিলেও নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২০ ওভারে ১৭২ (নাইব ৫৭, নজিবউল্লাহ ২৩, মুজিব ২১; অর্শদীপ ৩/৩২, অক্ষর ২/১৭, বিষ্ণয় ২/৩৯)
ভারত: ১৫.৪ ওভারে ১৭৩/৪ (জয়সয়াল ৬৮*, দুবে ৬৩, কোহলি ২৯; জানাত ২/১৩, ফারুকি ১/২৮)
ফল: ভারত ৬ উইকেটে জয়ী