প্রথমবারের মতো এক নম্বর বোলার আফ্রিদি

শাহিন শাহ আফ্রিদি বিশ্বকাপে এখন পর্যন্ত ১৬ উইকেট নিয়েছেনছবি: এএফপি

এবারের বিশ্বকাপে শাহিন শাহ আফ্রিদি মুদ্রার দুই পিঠই দেখেছেন। বিশ্বকাপের শুরুতে ভালো করতে না পারার পর তাকে ঘিরে বইছিল সমালোচনার ঝড়। ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, আফ্রিদির মধ্যে বিশেষ কিছুই নেই। সেই কথার পর থেকেই জ্বলে উঠতে শুরু করেছেন আফ্রিদি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে নিয়েছেন ৩ উইকেট করে। তাতে প্রথমবারের মতো আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন আফ্রিদি। ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আর ওয়ানডে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে সাকিব আল হাসান।

আরও পড়ুন

বিশ্বকাপে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেটের মালিক আফ্রিদি। ৭ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। এক ম্যাচ কম খেলে অ্যাডাম জাম্পার উইকেট ১৬টি। ৬৭৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আফ্রিদি।

জশ হ্যাজলউড নেমে গেছেন দুই নম্বরে
ছবি: এএফপি

গত সপ্তাহে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জশ হ্যাজলউড নেমে গেছেন দুই নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট কমে গেছে ৭। ৬৫৬ রেটিং পয়েন্ট তিনে আছেন মোহাম্মদ সিরাজ। তালিকার চার নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। তাঁর রেটিং পয়েন্ট ৬৫১। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ট্রেন্ট বোল্ট।

আরও পড়ুন

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এখনো শীর্ষে বাবর। তাঁর রেটিং পয়েন্ট ৮১৮। তাঁর চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে ভারতীয় ওপেনার শুবমান গিল। চলতি বিশ্বকাপে এখনো বড় ইনিংস খেলতে পারেননি গিল। ডেঙ্গু থেকে সেরে উঠে মাঠে ফিরে এখন পর্যন্ত ৪ ইনিংস খেলেছেন গিল। যেখানে অর্ধশতক পেয়েছেন মাত্র ১টি, বাংলাদেশের বিপক্ষে। বাবরও বড় রান পাচ্ছেন না।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এখনো শীর্ষে বাবর
ছবি: এএফপি

গতকালও বাংলাদেশের বিপক্ষে ফিরেছেন ৯ রান করে। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বড় ইনিংস খেলতে পারলে বাবরকে টপকে যাওয়ার সুযোগ থাকবে গিলের সামনে। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে আছেন কুইন্টন ডি কক। তাঁর রেটিং পয়েন্ট ৭৬৫। চার ও পাঁচ নম্বরে আছেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার (৭৬১) ও রোহিত শর্মা (৭৪৩)।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট কমেছে। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৩১৬। গত সপ্তাহে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ছিল ৩২৪। ভারতের বিপক্ষে ম্যাচের আগেও তাঁর রেটিং ছিল ৩৭২।

আরও পড়ুন