‘নতুন বলে বুমরার নিয়ন্ত্রণ আমার চেয়েও ভালো’, বললেন ওয়াসিম আকরাম
বর্তমান সময়ে বিশ্বের সেরা পেসারদের একজন জশপ্রীত বুমরা। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য এই বিশ্বকাপেও নিজেকে আতঙ্কের অপর নাম করে তুলেছেন ভারতের ফাস্ট বোলার। ইংল্যান্ডের বিপক্ষে গতকাল তাঁর দুর্দান্তে বোলিংয়ে মুগ্ধ পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম ও সাবেক অধিনায়ক মিসবাহ–উল–হক।
ভারত–ইংল্যান্ড ম্যাচ নিয়ে পাকিস্তানের ‘এ স্পোর্টস’–এর অনুষ্ঠানে দুজনেই প্রশংসায় ভাসিয়েছেন বুমরাকে। কিংবদন্তি ফাস্ট বোলার আকরাম তো বুমরার প্রশংসা করতে গিয়ে বলেছেন, ভারতের পেসার নাকি নতুন বলে তাঁর চেয়েও ভালো।
আকরাম ‘এ স্পোর্টস’–এ বুমরাকে নিয়ে বলেছেন, ‘এই মুহূর্তে সে বিশ্বের সেরা। তার নিয়ন্ত্রণ, গতি, বৈচিত্র্য—সব মিলিয়ে নিখুঁত এক বোলার। তাকে দেখাটা আনন্দের।’ বুমরাকে নিয়ে আকরাম এরপর বলেন, ‘নতুন বলে এই ধরনের উইকেটে এমন মুভমেন্ট পাওয়া...গতি, বল তোলা আর ফলোথ্রু...নিখুঁত বোলার বোঝাতে আপনি তার নামটা বলতে পারেন।’
এই বিশ্বকাপে বুমরা ৬ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ১৪টি। এখন পর্যন্ত টুর্নামেন্টে তাঁর চেয়ে বেশি উইকেট শুধু অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পার (১৬টি)। বুমরা তাঁর ১৪ উইকেটের ৪টি নিয়েছেন নতুন বলে। বুমরাকে এতটা ভয়ংকর বোলার করে তুলেছে তাঁর কোন গুণ—এমন প্রশ্নও করা হয়েছিল আকরামকে।
এই প্রশ্নের উত্তরে আকরাম বলেছেন, ‘বুমরা যখন বাঁহাতিদের অ্যারাউন্ড দ্য উইকেটে এসে বোলিং করে এবং সিমে বল ফেলে...এবং সে যখন ওয়াইড অব দ্য ক্রিজ থেকে বোলিং করে, ব্যাটসম্যান মনে করে যে বল ভেতরে আসবে।’ আকরাম বলে চলেন, ‘সে (ব্যাটসম্যান) সেই অ্যাঙ্গেল থেকে খেলবে। কিন্তু বল পিচে পড়ে এবং ভেতরে আসার বদলে বাইরে মুভ করে। বেশির ভাগ সময়ই আপনি বল ব্যাটে লাগাতে পারবেন না।’
আকরাম এরপর নিজের বোলিং আর বুমরা বোলিংয়ের তুলনা করেন এভাবে, ‘আমি যখন ডানহাতি ব্যাটসম্যানকে আউট সুইং বল করতাম, কখনো কখনো নতুন বলে নিয়ন্ত্রণ রাখতে পারতাম না। কিন্তু নিশ্চিত করেই নতুন বলে বুমরা নিয়ন্ত্রণ আমার চেয়ে ভালো।’
বুমরার বল কীভাবে ব্যাটসম্যানকে বোকা বানায়, সেটাও বলেছেন আকরাম, ‘সে নতুন বলে যে লেংথে বল করে, সেটা ব্যাটসম্যানদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করে।’ এরপর একটু মজাও করেছেন আকরাম, ‘একমাত্র একভাবেই বুমরাকে চাপে রাখা যায়। তার বোলিং স্পাইক চুরি করতে হবে, এর বিকল্প নেই।’
মিসবাহ বুমরাকে নিয়ে বলেছেন, ‘সুইং ছাড়াও তার লাইন ও লেংথের কারণে ব্যাটারদের কোনো সুযোগ থাকে না।’