পাকিস্তানের ‘প্যাথেটিক পারফরম্যান্স’ বিশ্বকাপে করেছে ‘প্রাণের সঞ্চার’

পাকিস্তানের এমন হারে হতাশ দেশটির সাবেক ক্রিকেটাররাএএফপি

ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, মোহাম্মদ হাফিজ...কে নেই হাহাকার করাদের দলে! যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের সুপার ওভারে হারের পর দেশটির সাবেক ক্রিকেটাররা হতাশায় নিমজ্জিত। কেউ করছেন হারের বিশ্লেষণ, কেউ আবার ছুড়ছেন সমালোচনার তির।

অন্যদিকে বিজয়ী যুক্তরাষ্ট্রকে নিয়ে চলছে প্রশংসার বৃষ্টি। সাবেক ক্রিকেটারদের কেউ বলছেন, যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাস গড়েছে। কারও চোখে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জন্য এটা অসাধারণ একটি দিন। ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের দৃষ্টিতে গতকালের এ অঘটন বিশ্বকাপে প্রাণের সঞ্চার করতে পারে।

আরও পড়ুন
পাকিস্তানকে হারানোর পর যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের উচ্ছ্বাস
এএফপি

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে গতকাল যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হারটি ধারাভাষ্যকক্ষে বসে দেখেছেন ওয়াসিম আকরাম। এ ম্যাচে পাকিস্তানের পারফরম্যান্স দেখে যারপরনাই হতাশ সাবেক এই ফাস্ট বোলার।

ম্যাচ শেষে আকরাম বলেছেন, ‘প্যাথেটিক পারফরম্যান্স। জয় বা হার খেলারই অংশ। কিন্তু আপনাকে শেষ বল পর্যন্ত লড়াই করতে হবে। পাকিস্তান ক্রিকেটের জন্যই এটা ছিল বাজে ব্যাপার।’ বিশ্বকাপের অন্যতম ফেবারিট পাকিস্তান এই বিশ্বকাপে কী করতে পারবে, সেটা নিয়েই এখন সন্দিহান আকরাম, ‘এখান থেকে পাকিস্তান সুপার এইটে যাওয়ার জন্য লড়াই করবে। তাদের এখন ভারতসহ আরও দুটি ভালো দলের (আয়ারল্যান্ড ও কানাডা) বিপক্ষে খেলতে হবে।’

আরও পড়ুন
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম
ইনস্টাগ্রাম

আকরামের কণ্ঠে যখন পাকিস্তানের হারে হতাশা ঝরছে, ভারতের সাবেক ক্রিকেটাররা প্রশংসায় ভাসাচ্ছেন যুক্তরাষ্ট্রকে। সুপার ওভারে ১৮ রান ডিফেন্ড করতে নেমে পাকিস্তানকে ১৩ রানে আটকে দেওয়া সৌরভ নেত্রবালকারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ, ‘ওয়াও, নেত্রবালকার ও কুমার পাকিস্তানের বিপক্ষে আমেরিকার হয়ে দারুণ করেছে। যুক্তরাষ্ট্র ক্রিকেটের জন্য কী দারুণ এক দিন। সত্যিই অসাধারণ।’

ভারতের আরেক সাবেক ক্রিকেটার ইরফান পাঠান এক্সে লিখেছেন, ‘পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট।’ কাইফ তো এবারের বিশ্বকাপের বৃহত্তর দিকটিই তুলে ধরেছেন। তিনি এক্সে লিখেছেন, ‘এটা টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাণের সঞ্চার করতে পারে।’

আরও পড়ুন