টি-টোয়েন্টিতে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন রোহিত
ভারতের টি-টোয়েন্টি দলে রোহিত শর্মা, বিরাট কোহলিদের ভবিষ্যত কী? ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রশ্নটা উঠেছে জোরশোরেই। এই যেমন ভারতের হয়ে ৩৪ টেস্ট খেলা সাবেক ক্রিকেটার সাবা করিম বলেছেন, ‘এই মুহূর্তে রোহিত,কোহলিকে টি-টোয়েন্টি দলে নেওয়ার প্রয়োজন নেই।’
এমন আলোচনার মধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রোহিত। ভারত অধিনায়ক স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর।
রোহিতের অবর্তমানে ভারতের টি-টোয়েন্টি দলটা ভালোই সামলেছেন হার্দিক পান্ডিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। রোহিত, কোহলি, লোকেশ রাহুলসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার না থাকলেও তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জেতে ভারত।
গুঞ্জন আছে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নাকি তরুণদের নিয়েই দল গড়তে চায় বিসিসিআই।
সেই বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা না বললেও, এখনই যে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে বিদায় নিচ্ছেন না রোহিত, সেটা নিশ্চিত। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন রোহিতই।
তবে সব সংস্করণে খেলা ক্রিকেটারদের যথেষ্ট বিরতি দরকার বলেও মনে করেন এই অধিনায়ক, ‘এই বছর ওয়ানডে বিশ্বকাপ আছে। সব সংস্করণে টানা ম্যাচ খেলা সম্ভব নয়। সব সংস্করণে খেলা খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। আমি অবশ্যই সেই দলেই পড়ি। শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের তিনটি টি-টোয়েন্টি আছে। আমরা দেখব, আইপিএলের পর কী হয়। আমি এই সংস্করণ এখনই ছাড়ছি না এটা নিশ্চিত।’
বাংলাদেশ সফরে চোটে পড়া রোহিত শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফিরছেন। ফিরছেন কোহলি–রাহুলও। এই সিরিজের পর ঘরের মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত। কিউইদের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজেও বিশ্রামে থাকতে পারেন রোহিত।