বয়সে ওমান, রানে ভারত, উইকেটে নিউজিল্যান্ড এগিয়ে

ক্রিকেট সংখ্যাময় খেলাটির আদিযুগ থেকেই। টি-টোয়েন্টির এই যুগে সংখ্যাতত্ত্ব আরও জেঁকে বসেছে খেলাটিতে। স্ট্রাইক রেট, ইকোনমি এসব তো টি-টোয়েন্টির সবচেয়ে বড় অনুষঙ্গ। এর সঙ্গে কোন দলটি সবচেয়ে বয়সী, কোন দলটি ম্যাচ খেলার অভিজ্ঞতায় সবচেয়ে এগিয়ে—এসব নিয়েও গবেষণা চলে।

২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজেআইসিসি

বুড়ো ওমান, তরুণ নেপাল

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের নাম ফ্র্যাঙ্ক এনসুবুগা। বিশ্বকাপ শুরুর দিন উগান্ডার বাঁহাতি স্পিনারের বয়স ৪৩ বছর ২৭৮ দিন। তবে এনসুবুগার উগান্ডা নয়, এবারের ২০ ওভারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী দলটির নাম ওমান। মধ্যপ্রাচ্যের দলটির খেলোয়াড়দের গড় বয়স ৩২.৮৭ বছর। ওমানের ১৫ জনের দলে মাত্র দুজনের বয়সই ৩০–এর কম। উইকেটকিপার নাসিম খুশি ও অলরাউন্ডার মোহাম্মদ নাদিম দুজনের বয়সই ৪১। অন্যদিকে সবচেয়ে কম বয়সী দল নেপাল। ২০১৪ সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া দলটির স্কোয়াডের গড় বয়স ২৩.৬০ বছর। দলটিতে ৩০ ছাড়ানো খেলোয়াড় মাত্র একজন। টুর্নামেন্টের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ও নেপালি—গুলশান ঝা। বিশ্বকাপ শুরুর দিন এই অলরাউন্ডারের বয়স ১৮ বছর ১০৫ দিন।

বিশ্বকাপে কোন দলের গড় বয়স কত

এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বয়সী খেলোয়াড় ফ্র্যাঙ্ক এনসুবুগা
আইসিসি

সবচেয়ে বয়সী খেলোয়াড়
৪৩ বছর ২৭৯ দিন
ফ্র্যাঙ্ক এনসুবুগা, উগান্ডা

সবচেয়ে কম বয়সী খেলোয়াড়
১৮ বছর ১০৬ দিন
গুলশান ঝা, নেপাল

আরও পড়ুন

টি-টোয়েন্টি অভিজ্ঞতায় এগিয়ে আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড দলে ১০০-র বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা তিনজনের। সর্বোচ্চ ১৪২ ম্যাচ পল স্টার্লিংয়ের। দলটির খেলোয়াড়েরা গড়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ৬৬টি। এই রেকর্ডে আইরিশদের উল্টোপিঠেই অবস্থান যুক্তরাষ্ট্রের। বিশ্বকাপের সহ–আয়োজক দলটি খেলোয়াড়েরা গড়ে ম্যাচ খেলেছেন ১২টি করে। তবে ব্যক্তিগতভাবে সবচেয়ে কম ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ খেলতে গেছেন শ্রীলঙ্কার দুনিত ভেল্লালাগে। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনারের এখনো অভিষেক হয়নি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।

দলগুলোর টি-টোয়েন্টি অভিজ্ঞতা (গড় ম্যাচ)

সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ

সবচেয়ে কম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ

সাকিব আল হাসান ও রোহিত শর্মা
ফাইল ছবি
এবার নবম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও ভারতের রোহিত শর্মা।
আরও পড়ুন

সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরি ভারতীয়দের

গত বছরের ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান নিয়ে গিয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সবচেয়ে বেশি রান নিয়ে খেলতে গেছে ভারত। তালিকার তলানির দল যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানদের সম্মিলিত রানের চেয়ে প্রায় ১২ হাজার রান বেশি ভারতীয়দের। সেঞ্চুরিতেও ভারতীয়রাই এগিয়ে।

সবচেয়ে বেশি সেঞ্চুরি (ব্যাটসম্যান)

ভারতের বিরাট কোহলি
রয়টার্স

সবচেয়ে বেশি রান (ব্যাটসম্যান)

সর্বোচ্চ বেশি স্ট্রাইক রেট (কমপক্ষে ৫০০ রান)

আরও পড়ুন

ওভারপ্রতি ১০.১১ রান অস্ট্রেলিয়ার, বাংলাদেশের ৭.৮৭

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওভারপ্রতি ১০.১১ রান তুলেছে অস্ট্রেলীয়রা। ওভারপ্রতি ৭.৮৭ রান তুলে বিশ্বকাপের ২০ দলের মধ্যে বাংলাদেশ আছে ১৭ নম্বরে।

২০২২ বিশ্বকাপের পর ওভারপ্রতি রান (শীর্ষ পাঁচ দল)

উইকেট শিকারে এগিয়ে বোল্ট-সাউদিরা

নিউজিল্যান্ডের টিম সাউদি
রয়টার্স

টিম সাউদি, ইশ সোধি ও মিচেল স্যান্টনার—নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের তিন বোলারের উইকেট ১০০-র বেশি। ১৫৭ উইকেট নেওয়া পেসার সাউদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি। নিকট প্রতিদ্বন্দ্বী আয়ারল্যান্ডের চেয়ে ১০৩টি উইকেট বেশি কিউইদের।

সবচেয়ে বেশি উইকেট (দল)

সবচেয়ে বেশি উইকেট

আরও পড়ুন